Baranagar Fire: ভাইফোঁটার সন্ধ্যায় বিধ্বংসী আগুন বরাহনগরে, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

 

 

পল্লব হাজরা, বরাহনগর: বিধ্বংসী আগুনে ভষ্মিভূত বরাহনগর আলমবাজার এলাকায় একটি কাগজ তৈরির কারখানা। ঘটানস্থলে এসে আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছে দমকলের তিনটি ইঞ্জিন ।

 

বৃহস্পতিবার সন্ধ্যায় বরানগর আলমবাজার নারায়ণী সিনেমা হলের কাছে  ১৪নং সূর্যসেন রোড এলাকার এন্ দি ইন্ডাস্ট্রিজ (Ann Dee Industries) নামে কাগজ তৈরি কারখানার ভিতরে থেকে হঠাৎই ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা। কাছে যেতেই  আগুন দাউ দাউ করে জ্বলছে দেখে তড়িঘড়ি স্থানীয়রাই খবর দেয় দমকল ও বরহানগর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বরানগর থানার পুলিশ সহ দমকলের ৩টি ইঞ্জিন।

 

কাগজের মত দাহ্যপদার্থ মজুত থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। দমকল ও স্থানীয় মানুষের প্রচেষ্টায় দীর্ঘ সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে । তবে আগুন লাগার কারণ এখনও স্পট নয়। ভাইফোঁটা উপলক্ষে কারখানা বন্ধ থাকায় প্রাণসংশয়ের ঘটনা ঘটেনি।

 

দমকল আধিকারিক অরিজিৎ ঘোষ জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে তদন্তের পর। তবে আগুন একেবারে নিয়ন্ত্রণে। ৩টি দমকল জেট-এর মধ্যমে আগুনকে আয়ত্তে আনা গেছে।

 

স্থানীয় বাসিন্দা অনিতা দেবী জানান, বিকেল ৫টা নাগাদ কারখানার ভেতর থেকে ধোঁয়া বেরোতে দেখে স্থানীরা দমকলে খবর দেয়। ঘটনাস্থলে ৫:৩০ টায় দমকলের কর্মীরা এসে আগুন নেভানোর কাজে হাত লাগান। ছুটির দিন থাকায় কারখানা ছিল বন্ধ।

 

এই ঘটনার জেরে চাঞ্চল ছড়ায় বরাহনগর আলমবাজার এলাকায়। ঠিক কি কারণে এই আগুন তার তদন্ত নেমেছে বরাহনগর থানার পুলিশ।

Google news