Barrackpore: আবারও ব্যারাকপুরের বিরিয়ানি ব্যবসায়ীকে হুমকি, ভয়ে গুটিয়ে দোকান মালিক

খবরের শিরোনামে ফের ব্যারাকপুর(Barrackpore), এইবার ব্যারাকপুরের বিখ্যাত এক বিরিয়ানি ব্যবসায়ীকে রেইকি করার অভিযোগ। শুধু তাই নয়, তাঁর কাছে আসছে হুমকি ফোন। ব্যবসায়ীর গাড়ি ঘিরে রেইকি করল দুষ্কৃতীরা! মধ্যরাতে রাস্তার মাঝে ব্যবসায়ীর গাড়ির চারপাশে চক্কর কাটল দুটি নম্বর প্লেটহীন বাইক। ঘটনার পর কার্যত গৃহবন্দি ব্যবসায়ী অনির্বাণ দাস। ব্যারাকপুরের (Barrackpore) এলাকায় তাঁদের বিরিয়ানি দোকানে সুনাম আছে। বছর দুয়েক আগে তাঁদের বিরিয়ানির দোকানে গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা।

 

ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে, ঘড়িতে তখন রাত ১ টা ২০ মিনিট। দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি। হঠাৎ লক্ষ্য করেন তাঁর গাড়ির চারপাশে চক্কর কাটল দুটি নম্বর প্লেটহীন বাইক। বাইকগুলো ঘুরছে দেখে কোনও রকমে গাড়ি ঘুরিয়ে নিয়ে পুলিশের সামনে গিয়ে দাঁড়ান তিনি। পুলিশ রোড থেকে কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। ব্যবসায়ী অনির্বাণ দাস সংবাদমাধ্যমকে জানিয়েছেন “এইভাবে আমরা ব্যবসা করতে পারছি না। সাধারণ মানুষ এলেও ভয় লাগছে। ভাল মানুষকেও সন্দেহের চোখে দেখছি। ভাল শার্ট-প্যান্ট পরে এসে গুলি করে দিয়ে যাচ্ছে। বাড়ি থেকে বেরতে পারছি না। সিপি-কে জানিয়েছি।”

 

এখানেই শেষ নয়, তাঁর অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে,২০ লক্ষ টাকা তোলা চাওয়া হয়েছিল আগে। না দিলে ‘অ্যাকশান’ নেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়। কখনও ফোন করে, কখনও মোবাইলে মেসেজ করে হুমকি দেওয়া হয়েছে। কখনও বিহার থেকে এসেছে ফোন। আতঙ্কে নিজেকে বাঁচাতে কখনও বাড়ি পাল্টাচ্ছেন, আবার কখনও গাড়ি পাল্টাচ্ছেন তিনি। প্রসঙ্গত তিনি একজন পঞ্চায়েতের একজন সদস্য। তবে ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Google news