Lok Sabha Election 2024: বরানগরে বিজেপির সভায় তাপস রায়কে দেখে ‘গো ব্যাক’ স্লোগান তৃণমূল কর্মীদের 

রাত পোহালেই রাজ্যের পঞ্চম দফার লোকসভা নির্বাচন। ঠিক তার আগেই বরানগরে নির্বাচনী (Lok Sabha Election 2024) প্রচারে  বিজেপির সভা ঘিরে বিশৃঙ্খলা। প্রাক্তন বিধায়ক তাপস রায় কে দেখে গো ব্যাক স্লোগান তৃণমূল কর্মীদের।

পল্লব হাজরা, বরানগর: রবিবার বরানগর বাজার সংলগ্ন অঞ্চলে বিজেপির কর্মীসভাকে ঘিরে রীতিমতো উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। এদিন বিজেপি প্রার্থী সজল ঘোষের সমর্থনে প্রচারে আসেন বরানগরের প্রাক্তন বিধায়ক তাপস রায়। একই মঞ্চে উপস্থিত ছিলেন প্রার্থী সজল ঘোষ সহ কৌস্তভ বাগচী । বিজেপির অভিযোগ তাপস রায়ের বক্তব্য রাখা থেকেই শুরু হয় তৃণমূলের গো ব্যাক স্লোগান। বক্তব্য শেষে তাপস রায়ের গাড়ি ঘিরেও চলে তৃণমূল কর্মীদের বিক্ষোভ।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় বলেন , কি কারণে তাদের ক্ষোভ তা জানা নেই। তবে তৃণমূলের হার নিশ্চিত জেনেই সর্বত্র এরকম কাজ করছে তৃণমূলের কিছু অরাজনৈতিক কর্মীরা। তৃণমূলের এই আচরণে সজলের জয়ের পথ কার্যত নিশ্চিত।

অপরদিকে বিজেপি প্রার্থী সজল ঘোষের দাবি তৃণমূল ভয় পেয়েছে। যদি তারা উন্নয়ন করে তাহলে কিসে এত ভয়? তৃণমূলের পায়ের তলার জমি টলমল করছে।

ঘটনার প্রতি উত্তর দিতে বেশি দেরি করেননি তৃণমুল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তার দাবি তৃণমূল কর্মী নয়, গো ব্যাক স্লোগান দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি বিজেপি কর্মীরা যেভাবে মহিলা চেয়ারপারসন থেকে আমাকে যেভাবে অপমান করছে তার প্রতিবাদ করেছে স্থানীয়রা।

ঘটনার সামাল দিতে রীতিমতো বেগ পেতে হয় ঘটনাস্থলে উপস্থিত পুলিশকর্মীদের। পুলিশে হস্তক্ষেপে বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Google news