বিজেপি ভোটারদের প্রভাবিত করছে অভিযোগ তৃণমূলের, গণতান্ত্রিক অধিকার পাল্টে বিজেপি

নিজস্ব প্রতিনিধি, বনগাঁঃ  নির্বাচনের আগে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাদের বিভিন্ন তথ্য সংগ্রহ করছে বিজেপি, এতে সাধারন মানুষ ভয় পাচ্ছে অভিযোগ তুলে নির্বাচন কমিশনার দ্বারস্থ তৃণমূল। বনগাঁর প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের জেলা কোয়ার্ডিনেটর গোপাল শেঠের অভিযোগ বনগাঁ পৌরসভা 10 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা বিজেপি নেতা দিপ্তেন্দু বিকাশ বৈরাগী(মন্টু ) সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের বিভিন্ন তথ্য জানতে চাইছেন এতে ভয় পাচ্ছে সাধারণ মানুষ।

পাশাপাশি এর ফলে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে বিজেপি,এই অভিযোগ তুলে বনগাঁ মহকুমা শাসক ও জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তৃণমূল কংগ্রেসের জেলা কোয়ার্ডিনেটর গোপাল শেঠ। গোপাল বাবুর আশঙ্কা বিজেপি ইভিএমের প্রোগ্রামিং পরিবর্তন করার চেষ্টা করছে।

প্রাক্তন কাউন্সিলর কথা বিজেপি নেতা দিপ্তেন্দু বিকাশ বৈরাগী (মন্টু) জানান, “এটি একটি দলীয় কর্মসূচি তৃণমূলের পায়ের তলার মাটি নেই তাই এমন অভিযোগ তুলছে”।

বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেবদাস মন্ডল বলেন,”গণতান্ত্রিক অধিকার সবার আছে, আমরা এই কার্ড নিয়ে মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি তাদের মতামত জানতে চাইছি”।

Google news