- Ad1-
- Ad2 -
নিউজ ডেস্ক : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে ৫২ বছরের এক বিজেপি বিধায়ককে গ্রেপ্তার করাভালো রাজস্থানের উদয়পুরে। অভিযোগের তদন্তভার বর্তমানে সিআইডি-র হাতে।
গোগুন্ডার ওই বিধায়কের নাম প্রতাপ লাল ভিল। উদয়পুরের এসপি রাজীব পাছার জানান, এই ঘটনায় বছর ৩৫ এর অভিযোগকারিণীর মেডিক্যাল পরীক্ষা হয়েছে । তাঁর বয়ানও রেকর্ড করা হয়েছে বৃহস্পতিবার। মধ্যপ্রদেশের ওই তরুণীর দাবি, বিধায়ক তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক বার ধর্ষণ করেন।
টবয এ প্রসঙ্গে অভিযুক্তের বক্তব্য জানা যায়নি।