Visva-Bharati : পড়ুয়াদের বিক্ষোভের জেরে অশান্ত বিশ্বভারতী ক্যাম্পাস

নিজস্ব প্রতিনিধি, বোলপুর :  অতিমারী করোনার দাপট কমতেই সরকারি নান বিধিনিষেধ শিথিল হয়েছে। খুলে গিয়েছে স্কুল কলেজ। এমনকি বিশ্বভারতীর ক্যাম্পাসেও শুরু হয়ে গিয়েছে পঠন পাঠন। তবে এরপরই দেখা গেল অসন্তোষ।

এবার বীরভূম জেলার মাদ্রাসা ও অনান্য স্কুল কলেজের পড়ুয়া, শিক্ষক যৌথ উদ্যোগে বিশ্বভারতীর ভাষা ভবনের গেটে বিক্ষোভ শুরু করল।

তাদের দাবি যে, বিশ্বভারতী আরবিক, ফরাসি, উর্দু এই ভাষাতে যারা পঠন পাঠন করতে ইচ্ছুক সেই সব পড়ুয়াদের ব্রাত্য করা হচ্ছে। এমনকী বিক্ষোভরত পড়ুয়ারা জানান যে , ‘আমরা স্থানীয় ছাত্র ছাত্রী যারা বিশ্বভারতী উচ্চমাধ্যমিকের পর ২০১৮ সাল থেকে বিশ্বভারতীর ফর্ম ফিলাপ করেছি তবুও কোনো ভাবে পঠন পাঠনের সুযোগ পাচ্ছি না, অভিলম্বে আমাদের স্মাতক ও স্মাতকত্তোর কোর্স চালু করতে হবে’।

পড়ুয়াদের এই বিক্ষোভের জেরে প্রায় ঘন্টা খানেকের বেশি সময় ধরে বিশ্বভারতীর ভাষা ভবনের গেট বন্ধ রাখা হয়। তবে আরবিক ভাষা নিয়ে আন্দোলন চালাতে থাকে অন্যান্য পড়ুয়রা।