Amit Shah : করোনার ঢেউ শেষ হলেই সিএএ কার্যকর হবে: অমিত শাহ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা করোনা ভাইরাসের ঢেউ শেষ হলেই দেশজুড়ে ‘সংশোধিত নাগরিকত্ব আইন’ (সিএএ) কার্যকর হবে বলে জানালেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার অভিমত কেন্দ্রীয় সরকারের মূল এজেন্ডাই সিএএ লাগু করা।
বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে এক জনসভা থেকে অমিত শাহ অভিযোগ করে বলেন নাগরিকত্ব আইন নিয়ে রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জি অপপ্রচার চালাচ্ছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ‘আমি আজ উত্তরবঙ্গে এসেছি। আমি বলতে চাই যে রাজ্যটির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস সিএএ নিয়ে অপপ্রচার চালাচ্ছে। তারা বলছে যে এই আইন কার্যকর হবে না। কিন্তু আমি আপনাদের বলে দিতে চাই যে যেই মুহুর্তে করোনা ভাইরাসের ঢেউ সমাপ্ত হয়ে যাবে, আমরা সংশোধিত নাগরিকত্ব আইন বাস্তবায়ন করবো।’

মুখ্যমন্ত্রীকে নিশানা করে অমিত শাহ বলেন ‘মমতা দিনি আপনি এটাই চান যে অনুপ্রবেশ হোক। আর ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীরা যেন নাগরিকত্ব না পায়। কিন্তু তৃণমূল যেন মন দিয়ে শুনে রাখে যে সিএএ’এর বাস্তবিকতা ছিল, আছে ও থাকবে। তাই আপনি (মমতা) এটার বদল ঘটাতে পারবেন না।’
এদিনের শিলিগুড়ির সভা থেকে তৃণমূলের সরকারের বিরুদ্ধে কাটমানি, দুর্নীতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তোপ দাগেন স্বরাষ্ট্রমন্ত্রী।

অমিত শাহ’এর ওই মন্তেব্যর পরিপ্রেক্ষিতে জবাব দিতে দেরি করেন নি মমতা ব্যনার্জিও। এদিন বিকালেই তৃণমূল ভবনে সংবাদ সম্মেলন থেকে মমতা সাফ জানিয়ে দেন ‘সকলেই এরাজ্যের মানুষ। তারা যদি নাগরিক নাই হন, তবে তারা ভোট দিলেন কিভাবে? তারাই তো ভোট দিয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত করেছেন। নাগরিকের নাম করে কাউকে অসম্মান করার অধিকার কারও নেই।’

Google news