Champions League: শুরুতেই লাল কার্ড! পরাজয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু বার্সেলোনার

লা লিগায় টানা পাঁচ জয়ে দুরন্ত শুরু করলেও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে (Champions League) হোঁচট খেয়েছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের নতুন মরশুমের প্রথম ম্যাচে শুক্রবার রাতে মোনাকোর বিপক্ষের মাঠে নামে বার্সা। মোনাকোর কাছে ২-১ গোলে ম্যাচ হারে কাতালানরা।

Barca stumble at Monaco after early red card | Arab News

মোনাকোর মাঠ স্তাদে লুইসে শুরু থেকেই চাপে পড়ে বার্সেলোনা (Champions League)। ম্যাচের দশম মিনিটেই ১০ জনের দলে পরিণত হয় তারা। মোনাকো ফুটবলার তাকুমি মিনামিনোকে ফাউল করেন এরিক গার্সিয়া। বক্সের বাইরের সেই ফাউলে সরাসরি লালকার্ড দেখেন গার্সিয়া। তাতে সুযোগ পায় ফরাসি ক্লাব মোনাকো। ১৬ মিনিটে ম্যাগনেস আকলিওচে গোল করলে এগিয়ে যায় মোনাকো।

১০ জন নিয়ে লড়াই চালিয়ে যায় হ্যানসি ফ্লিকের শিষ্যরা। ২৮ মিনিটে তরুণ প্রতিভা লামিনে ইয়ামালের গোলে সমতা ফেরায় স্প্যানিশ ক্লাব বার্সা। তবে, ম্যাচের নিয়ন্ত্রণ রাখতে পারেনি নিজেদের দিকে। আক্রমণে যাওয়ার বদলে মোনাকোর একের পর এক আক্রমণ সামলাতে (Champions League) ব্যস্ত থাকে বার্সার রক্ষণভাগ। প্রথমার্ধে আর কোনো গোল হজম করেনি তারা।

Early red card hampers Barcelona in Champions League loss to Monaco |  National Sports | recorderonline.com

দ্বিতীয়ার্ধেও নিজেদের আগ্রাসন ধরে রাখে মোনাকো। একদিকে ঘরের মাঠ, অন্যদিকে প্রতিপক্ষে (Champions League) একজন কম। সুযোগটি লুফে নেয় তারা। গোটা ম্যাচে মোট ১৮টি আক্রমণ করে মোনাকো, যার আটটি অন টার্গেট। ৭১ মিনিটে তেমনই এক সুযোগ কাজে লাগান দলটির ফুটবলার জর্জ ইলনেখিনা। মোনাকো এগিয়ে যায় ২-১ গোলে। শেষ পর্যন্ত এই ব্যবধানে জিতেই মাঠ ছাড়ে তারা।

Google news