Copa America: কলম্বিয়ার বিরুদ্ধে ড্র, তবুও শেষ ষোলোয় ব্রাজিল

কোয়ার্টারে (Copa America) যেতে ব্রাজিলের সামনে সমীকরণ ছিল খুবই সহজ। কলম্বিয়ার বিরুদ্ধে শুধু ড্র করলেই হতো সেলেসাওদের। ঠিক সেটাই করেছে দরিভাল জুনিয়রের শিষ্যরা। তবে, জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকলেও তা কাজে লাগাতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কোয়ার্টার নিশ্চিত হলেও কঠিন প্রতিপক্ষ পেয়েছে ব্রাজিল। বুধবার ক্যালিফোর্নিয়ার লেভি স্টেডিয়ামে কলম্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। সেলেসাওদের হয়ে রাফিনিয়া ও কলম্বিয়ার হয়ে মুনোজ গোল করেন।

Copa America: Brazil to face Uruguay in quarters after 1-1 draw against  Colombia, copa america 2024, results, football, brazil vs colombia, football

অবশ্য বল দখলে ম্যাচের শুরু থেকেই এগিয়ে ছিল কলম্বিয়া। যদিও গোলের দেখা পায়নি। ষষ্ঠ মিনিটে হামেস রদ্রিগেজকে ফাউল করে হলুদ কার্ড পান ব্রাজিলের বড় তারকা ভিনিসিয়াস জুনিয়র। আগের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে ৮৩ মিনিটে হলুদকার্ড দেখেছিলেন তিনি। কোপা আমেরিকায় দুইবার হলুদকার্ড দেখার কারণে কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না ব্রাজিলের এই ফরোয়ার্ড। যা ব্রাজিলের দুশ্চিন্তা আরও বাড়িয়েছে। সপ্তম মিনিটে গোলের দেখা পেয়েই গিয়েছিল কলম্বিয়া। তবে, রদ্রিগেজের দূরপাল্লার ফ্রি-কিক গোলবারে লাগায় হতাশ হতে হয় কলম্বিয়াকে।

Brazil Predicted Lineup Vs Colombia

দশম মিনিটে গুইমারেজের গড়ানো বল বার অভিমুখে গেলেও তা সহজেই প্রতিহত করেন কলম্বিয়ার গোলরক্ষক। এরপর একের পর এক আক্রমণের ফল হিসেবে ম্যাচের ১২তম মিনিটে কাঙ্ক্ষিত সেই গোলের দেখা পায় ব্রাজিল। অবিশ্বাস্য এক ফ্রি-কিকে দলকে এগিয়ে নেন বার্সা তারকা রাফিনিয়া। ১-০ গোলে এগিয়ে গিয়ে আক্রমণ আরও বাড়ায় ব্রাজিল।

ম্যাচের ২০ মিনিটে মাঝমাঠে ফ্রি-কিক পায় কলম্বিয়া। হামেজ রদ্রিগেজের বাড়ানো বলে গোল করেন ২৩ নম্বর জার্সি পরা ডেভিনসন সানচেজ। তবে লাইনসম্যান অফসাইডের সিদ্ধান্ত দিলে সে গোল বাতিল হয়। ২৯তম মিনিটে সানচেজের বুলেট গতির শট ঠেকিয়ে দলকে রক্ষা করেন আলিসন বেকার। ৩৪তম মিনিটে সেট পিস থেকে গোল অভিমুখে সরাসরি শট মারলেও আলিসনের দক্ষতায় ফের একবার বেঁচে যায় ব্রাজিল। একটা সময় পর্যন্ত মনে হচ্ছিল লিড নিয়েই বিরতিতে যাবে সেলেসাওরা। তবে, লিড ধরে রাখতে পারেনি তারা। বেশকটি সুযোগ হাতছাড়া করলেও প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দারুন এক গোল করে দলকে সমতায় ফেরায় ড্যানিয়েল মুনোজ। বিরতি পর্যন্ত ম্যাচের ফলাফল ছিল ১-১।

Brazil vs. Colombia final score, result as Cafeteros win Group D thanks to draw with Selecao | Sporting News

৫৯ মিনিটে বক্সের বাইরে থেকে ফ্রি কিকে একটুর জন্য গোল পাননি রাফিনিয়া। পোস্টের বাঁ পাশ ঘেঁষে বেরিয়ে যায় বল। এরপর ৬৮তম মিনিট ফের একবার ক্রস থেকে দারুন হেড করলেও গোলের দেখা পাননি সানচেজ। লাফিয়ে উঠে বল তালুবন্দী করেন আলিসন। বাকি সময়ে আরও বেশকিছু আক্রমণ করলেও ব্যবধান বাড়াতে পারেনি কোনো দলই। দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে কোপা আামেরিকার ‘ডি’ গ্রুপ চ‍্যাম্পিয়ন কলম্বিয়া। এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ ব্রাজিল। এই ম্যাচে জিততে না পারায় ব্রাজিল কোয়ার্টারে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে উগুরুয়েকে। আর শেষ আটের লড়াইয়ে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে কলম্বিয়া। টানা ২৬ ম‍্যাচ ধরে অপরাজিত দলটি খেলবে পানামার বিরুদ্ধে।

Google news