Cyclone Remal: রেমাল চলে গেলেও এখনও আসেনি বিদ্যুৎ, গাছের ছায়া ভরসা

people gathering under a tree for loadsheding. representional photo
প্রতীকী ছবি।

একটানা তিনদিন। বিদ্যুৎহীন হয়ে গোটা গ্রাম। কারেন্ট আসার নামমাত্র নেই। উপায় না দেখে স্বস্তি পেতে দিন ও রাত গাছ তলায় গ্রামবাসীরা। জানা যাচ্ছে, ঝড়ের (Cyclone Remal) কারণে কাটোয়ার অগ্রদ্বীপের সরওয়ারি পাড়ায় তিন দিন ধরে বিদ্যুৎ নেই। সন্ধে নামলেই অন্ধকারে ডুবে থাকছে পাড়া। রাত্রে মোমবাতি বা টর্চের আলোয় রাত কাটাচ্ছে মানুষজন।

ঝড়ের (Cyclone Remal) দুদিন আবহাওয়া শীতল থাকলেও গতকাল রাত থেকেই বেড়েছে গরম। বেশিরভাগ মানুষই যেহেতু টিন বা ঝুপড়ির বাড়িতে থাকেন। সেই কারণে বিদ্যুৎ না থাকায় গাছ তলায় আশ্রয় মানুষজনের। এলাকার এক বাসিন্দা বলেন, “প্রায়ই বিদ্যুৎ থাকে না। তাই আমাদের গাছ তলায় দিন কাটাতে হয়। তার উপর আবার ঝড়। সেই কারণে তিন দিন ধরে বিদ্যুৎ নেই পাড়ায়। দিনেই রান্না করে রাখতে হচ্ছে। মোমবাতি জ্বালিয়ে ছেলে মেয়েরা পড়াশোনা করছে। বাড়িতে অসুস্থ মানুষকে হাতপাখা দিয়ে হওয়া করতে হয়। দুর্যোগের কদিন বিদ্যুৎ না থাকায় ভরসা মোমবাতি বা টর্চের আলো।”

কাটোয়া বিদ্যুৎ দপ্তর এই বিষয়ে মৌখিক জানায়,এই এলাকার বিদ্যুৎ নদিয়া জেলার দেবগ্রাম থেকে যোগ হয়েছে। তাই তাদের কিছু করার নেই। আবার নদিয়া জেলার দেবগ্রাম বিদ্যুৎ দফতরে যোগাযোগ করা হলে মৌখিক জানানো হয়,ঝড়ের কারণে ১১০০০ লাইনে গাছ পরে থাকায় এই সমস্যা। তবে আজ কয়েক ঘন্টার মধ্যেই বিদ্যুৎ সংযোগ করা হবে।

Google news