22 C
New York
Wednesday, January 15, 2025
Homeজেলার খবরPaschim Medinipur: "উনি ঘনঘন এলে মেদিনীপুরের লোকের খুব সুবিধা হয়" মুখ্যমন্ত্রীর জেলা...

Paschim Medinipur: “উনি ঘনঘন এলে মেদিনীপুরের লোকের খুব সুবিধা হয়” মুখ্যমন্ত্রীর জেলা সফরে আসা নিয়ে কটাক্ষ দিলীপের 

Published on

- Ad-
- Ad -
- Ad -
- Ad -

নিজস্ব প্রতিনিধি,পশ্চিম মেদিনীপুর: আমরা খুব খুশি উনি এলে রাস্তাঘাট ঠিক হয়। ইলেকট্রিকের কোন অসুবিধা হয় না। পরিষ্কার-পরিচ্ছন্ন হয়। দু-তিন দিন ধরে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলা পরিষ্কার করা চলছে। রাস্তার গর্ত বন্ধ করা হচ্ছে। উনি ঘনঘন এলে মেদিনীপুরের লোকের খুব সুবিধা হয়। না হলে তো রাস্তাঘাটের কিছুই হয় না। আবর্জনা পূর্ণ হয়ে থাকে। সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সংসদ দিলীপ ঘোষ।

পাশাপাশি একাধিক প্রকল্পের শিলার্ন্যাসের ব্যাপারে বলেন, “শুধু প্রতিশ্রুতি দেন আর শিলার্ন্যাস করেন। যখন উনি রেল মন্ত্রী ছিলেন তখন শিলার্ন্যাস করেছেন। এখনও শিলাতে ওনার নাম রয়েছে কোন প্রজেক্ট হয়নি। মুখ্যমন্ত্রী হওয়ার পরে গাদা গাদা প্রতিশ্রুতি দেন। মুখে কোন কিছু আটকায় না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার স্বপ্ন দেখান। লক্ষ্য লক্ষ্য চাকরির স্বপ্ন দেখান। ব্যাস এই পর্যন্তই, আর কিছু করেন না।”

অন্যদিকে নন্দীগ্রামে শুভেন্দুর দলীয় কার্যালয়ে পুলিশ যাওয়া প্রসঙ্গ নিয়ে তিনি বলেন, “যারা তৃণমূল থেকে আমাদের দলে এসেছেন তাদের পিছনে পুলিশ লাগানো হচ্ছে। ওখানে অর্জুন সিং, এখানে শুভেন্দু অধিকারী, জিতেন তেওয়ারি। এইরকম যারা একটু বড় নেতা তাদেরকে কোনো না কোনোভাবে ডিস্টার্ব করার চেষ্টা চলছে।”

 

কিছুদিন ধরেই ধারাবাহিক ভাবে নিজের দল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি বঙ্গ বিজেপির বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন অর্জুন সিং এবং সেই বিষয় নিয়ে আজ তাকে তলব করেছে জেপি নাড্ডা, সেই বিষয় নিয়ে দিলীপ ঘোষ বলেন, উনি এখানকার বড় নেতা কেন্দ্রীয় নেতারা সেই বিষয় দেখছেন।

ব্যারাকপুরে গুলি চালানোর ঘটনা প্রসঙ্গ নিয়ে দিলীপ ঘোষ বলেন, ওটা প্রতিদিনের ঘটনা। শুধু ব্যারাকপুর নয় সারা রাজ্য জুড়ে এই রকম ঘটনা ঘটছে। যারা বোম বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে তারা কাউকে ভয় পাচ্ছে না। এরাই আবার তৃণমূলকে ভোটে জেতায়। তবে তাদেরকে ধরলে তৃণমূল আর জিততে পারবে না। তাই তারা যা খুশি তাই করছে।

তৃণমূল বিধায়ককে সিবিআই তলব করা প্রসঙ্গে তিনি বলেন, তাকে দেখা করা উচিত। তারা যা জানতে চায় সেটা জানানো উচিত। কারণ এ রাজ্যে যেভাবে হিংসা সহ ধর্ষণের মতো ঘটনা ঘটছে তাই নিয়ে জানানো উচিত।
পাশাপাশি খড়্গপুরে চাষীদের বিক্ষোভ নিয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রীর কানে দেওয়া উচিত। সব জায়গায় জমি অধিগ্রহণ হচ্ছে কিন্তু শিল্প হচ্ছে না। অনেক জায়গায় চাষিরা পয়সা পাইনি সিঙ্গুরেরও একই দৃশ্য দেখেছি। চাষীদের কে নিয়ে ছেলে খেলা হচ্ছে। পশ্চিম মেদিনীপুর জেলার ২৭ নম্বর ওয়ার্ডের সাংসদের তহবিল থেকে একটি রাস্তা উদ্বোধন করে এমনটাই বলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরে সাংসদ দিলীপ ঘোষ।

- Ad -

Latest articles

Baghajatin: শাসকদলের কাউন্সিলরের মদতেই তৈরি হয়েছিল বাঘাযতীনে ‘বেআইনি বাড়ি’! গর্জে উঠলেন বাসিন্দারা

কলকাতার উত্তর শহরতলির বাঘাযতীনের (Baghajatin) বিদ্যাসাগর কলোনিতে নির্মিত বেআইনি বহুতল "শুভ অ্যাপার্টমেন্ট" নিয়ে চাঞ্চল্য...

Bangladesh Border: সীমান্ত থেকে ভারতীয়দের অপহরণ করে নিয়ে যাচ্ছে বাংলাদেশ! সামনে এল চাঞ্চল্যকর তথ্য

ভারত-বাংলাদেশ সীমান্তে (Bangladesh border) চাপড়ার হৃদয়পুর গ্রামে ঘটে গেল উদ্বেগজনক এক ঘটনা। জমিতে চাষ...

Bangladesh: বাংলাদেশের সঙ্গে বণিকসভা বাতিল মালদার ব্যবসায়ীদের! বন্ধ হয়ে যেতে পারে রফতানি

সীমান্তে বাংলাদেশি (Bangladesh) বাহিনীর লাগাতার প্ররোচনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বণিকসভার (Bangladesh) সঙ্গে আসন্ন বৈঠক বাতিল...

Bangladeshi: ফের নদিয়া সীমান্তে গ্রেফতার বাংলাদেশ অনুপ্রবেশকারী! সন্ধান পাওয়া গেল এক দালালের

নদিয়ার হাঁসখালি এলাকা থেকে গ্রেপ্তার করা হলো এক বাংলাদেশি (Bangladeshi) অনুপ্রবেশকারীকে। ধৃতের (Bangladeshi)  নাম...

More like this

Baghajatin: শাসকদলের কাউন্সিলরের মদতেই তৈরি হয়েছিল বাঘাযতীনে ‘বেআইনি বাড়ি’! গর্জে উঠলেন বাসিন্দারা

কলকাতার উত্তর শহরতলির বাঘাযতীনের (Baghajatin) বিদ্যাসাগর কলোনিতে নির্মিত বেআইনি বহুতল "শুভ অ্যাপার্টমেন্ট" নিয়ে চাঞ্চল্য...

Bangladesh Border: সীমান্ত থেকে ভারতীয়দের অপহরণ করে নিয়ে যাচ্ছে বাংলাদেশ! সামনে এল চাঞ্চল্যকর তথ্য

ভারত-বাংলাদেশ সীমান্তে (Bangladesh border) চাপড়ার হৃদয়পুর গ্রামে ঘটে গেল উদ্বেগজনক এক ঘটনা। জমিতে চাষ...

Bangladesh: বাংলাদেশের সঙ্গে বণিকসভা বাতিল মালদার ব্যবসায়ীদের! বন্ধ হয়ে যেতে পারে রফতানি

সীমান্তে বাংলাদেশি (Bangladesh) বাহিনীর লাগাতার প্ররোচনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বণিকসভার (Bangladesh) সঙ্গে আসন্ন বৈঠক বাতিল...