Doda Terrorist Attack: কতদিন পর্যন্ত লাশ গুণতে হবে? ৭৮ দিনে ১১টি সন্ত্রাসবাদী হামলা নিয়ে প্রশ্ন  প্রিয়াঙ্কার 

কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরা জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় সন্ত্রাসবাদীদের সঙ্গে এনকাউন্টারে (Doda Terrorist Attack) নিহত চার জওয়ানের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। টুইটারে প্রিয়াঙ্কা লেখেন, ‘ডোডায় সন্ত্রাসবাদীদের সঙ্গে এনকাউন্টারে এক সেনা আধিকারিক সহ চার জওয়ানের প্রাণহানির খবর অত্যন্ত দুঃখজনক। ভগবান বিদেহী আত্মাকে শ্রীচরণে স্থান দান করুন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল। যাঁরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, সেই সাহসী জওয়ান ও তাঁদের পরিবারের কাছে আমরা চিরকাল ঋণী থাকব।’

https://x.com/priyankagandhi/status/1813072030721327255?

অন্য একটি পোস্টে প্রিয়াঙ্কা লিখেছেন, “জম্মু ও কাশ্মীরে ৪ জওয়ানের আত্মবলিদানে পুরো দেশ শোকাহত এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংহতি প্রকাশ করেছে কিন্তু ক্রমবর্ধমান সন্ত্রাসবাদী হামলা (Doda Terrorist Attack) গুরুতর প্রশ্ন উত্থাপন করে। দেশের রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব কি শুধু প্রত্যেক শহীদকে শোক জানানো এবং চুপ করে থাকা? গত ৭৮ দিনে জম্মু ও কাশ্মীরে ১১টি সন্ত্রাসবাদী হামলা হয়েছে। হামলায় অন্তত ১৩ জন সেনা ও পুলিশ নিহত হয়। ৯ই জুন, একটি যাত্রীবাহী বাসে হামলায় নয়জন তীর্থযাত্রী নিহত হন। এই হামলা এবং আমাদের সৈন্যদের শহীদ হওয়া বন্ধ করতে সরকার কূটনৈতিক-কৌশলগত ক্ষেত্রে কী ব্যবস্থা নিচ্ছে? কখনও কখনও, আমাদের জওয়ানরা বিমুদ্রাকরণ এবং ৩৭০ অনুচ্ছেদের অজুহাতে সন্ত্রাসবাদ নির্মূল করার ভুয়ো দাবির জন্য তাদের জীবন উৎসর্গ করে মূল্য দিচ্ছে। আমরা আর কতদিন আমাদের শহীদদের মৃতদেহ গণনা করতে থাকব?’

 

কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে এক্স হ্যান্ডেলে লিখেছেন, “জম্মু ও কাশ্মীরের ডোডায় সন্ত্রাসবাদী এনকাউন্টারে এক অফিসার সহ ৪ জন সাহসী জওয়ানের আত্মবলিদানে গভীরভাবে শোকাহত। ভারতমাতার সেবায় যাঁরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, তাঁদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই। আমাদের চিন্তাভাবনা ও প্রার্থনা আহতদের সঙ্গে রয়েছে এবং আমরা তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। কাপুরুষ সন্ত্রাসীদের এই হিংসার কঠোর ও দ্ব্যর্থহীন নিন্দা করার জন্য কোনও শব্দই যথেষ্ট হবে না। গত ৩৬ দিনে জম্মু-কাশ্মীরে যে ধরনের সন্ত্রাসবাদী হামলা হয়েছে, আমাদের নিরাপত্তা কৌশল পুনর্বিবেচনা করা উচিত।’

খাড়গে আরও লিখেছে, ‘মোদী সরকারের আচরণ এমন, যেন সবকিছু স্বাভাবিক, কিছুই বদলায়নি। তাঁদের জানা উচিত যে, জম্মু অঞ্চল এখনও এই হামলার (Doda Terrorist Attack) শিকার হচ্ছে। মিথ্যা গর্ব এবং সত্য গোপন করে আপনি আপনার দেশের নিরাপত্তাকে বিপন্ন করতে পারেন না। একটি জাতি হিসেবে আমাদের সম্মিলিতভাবে সীমান্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। ভারতীয় জাতীয় কংগ্রেস সাহসী সশস্ত্র বাহিনীর সঙ্গে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে।’

Google news