Viral video: সাঁতার কেটে নিজেকে ও মাহুতের জীবন রক্ষা গজরাজের

 

খবর এইসময় ডেস্ক: বিহারের পাটনা শহর সংলগ্ন রাঘোপুরে গঙ্গা নদীতে বিশালাকার হাতির সঙ্গে মাহুতের সাঁতার কাটার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভেসে উঠলো আজ ।

ভিডিওটিতে দেখা যাচ্ছে বিশালাকার গজরাজ তার পিঠে মাহুতবন্ধুকে নিয়ে সাঁতরে খরস্রোতা গঙ্গা নদী পার করে জীবন রক্ষার চেষ্টা চালাচ্ছে। আজ এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় মারাত্মকভাবে ভাইরাল হয়েছে।

Google news