Khuti Puja:ইছাপুর অর্ডিন্যান্স ক্লাবে আয়োজিত হল রাইফেল ফ্যাক্টরি সার্বজনীন দুর্গোৎসবের খুঁটি পূজো

 

খবর এইসময় ডেস্কঃ  এই প্রথমবার ইছাপুর রাইফেল ফ্যাক্টরির কর্মীবৃন্দদের সার্বজনীন দুর্গোৎসব শুরু হতে চলেছে। পবিত্র রাখি বন্ধনের পূণ্য লগ্নে ইছাপুর স্টেশন সংলগ্ন অর্ডিন্যান্স ক্লাবে খুঁটি পুজোর মধ্য দিয়ে প্রথম বর্ষের দেবী দুর্গার আবাহন শুরু হয়ে গেল ইছাপুর রাইফেল ফ্যাক্টরি সার্বজনীন দুর্গোৎসবের।

 

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টা নাগাদ অনুষ্ঠানের শুভ সূচনায় উপস্থিত ছিলেন রাইফেল ফ্যাক্টরি কার্যনির্বাহি নির্দেশক প্রফুল্ল কুমার বেহেরা এবং আর এফ আই ডব্লিউ ই এস সুস্মিতা বেহেরা সহ অন্যান্য আধিকারিক এবং কর্মীবৃন্দরা। এদিনের অনুষ্ঠানে ঢাকের তালে কোমড় দুলিয়ে আনন্দ উপভোগ করেন সকলেই।

পুজো নিয়ে সংবাদমাধ্যমের সামনে ফ্যাক্টরির কার্যনির্বাহী নির্দেশক পিকে বেহেরা বলেন, “আমার স্ত্রীআর এফ আই ডব্লিউ ই এস সুস্মিতা বেহেরা পূজো করার প্রোপোজাল টা দেন। আমাদের সব আধিকারিক এবং কর্মীদের সাথে আলোচনা করায় সকলেই রাজি হয়ে যান। তারপরই আজ এই আয়োজন ।আশা করি দূর্গামায়ের আশীর্বাদে আমরা সফল হবই।”


Google news