MLA Krishna Kalyani: আয় ব্যয়ে অসঙ্গতি! ইডি সহ আয়কর হানা তৃণমূল বিধায়কের বাড়িতে !

খবর এইসময়, রায়গঞ্জ: উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা পিএসসির  চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণীর বাড়িতে একযোগে ইডি ও  আয়কর দফতরের হানা।

 সূত্রে খবর, আয় বহির্ভূত সম্পত্তি এবং তথ্য গোপন করে কম আয়কর জমা দেওয়ার অভিযোগ ছিল রায়গঞ্জের বিধায়কের বিরুদ্ধে। তল্লাশি  শুরু করেই বিধায়কের বাড়ি গিয়ে তাঁর মোবাইল বাজেয়াপ্ত করে নেন ইডি র  আধিকারিকরা। বিধায়কের বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। বাড়ির পাশাপাশি বিধায়কের অফিসেও চলছে অভিযান। এমনকি বিধায়কের গ্রামের আদি বাড়িতেও কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা হানা দিয়েছেন বলে খবর।

কৃষ্ণ কল্যাণী এবং তাঁর পরিবারের সদস্যদের নামে কী কী সম্পত্তি রয়েছে. বিধায়কের আয়ের কী কী উত্‍স, সেই সংক্রান্ত সব নথি খতিয়ে দেখা হচ্ছে।

কৃষ্ণ কল্যাণী আগে তৃণমূলেই ছিলেন। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপি-তে যোগ দিয়েছিলেন। কিন্তু ভোটে জয়ের পরেই অন্য বেশ ধরেন কয়েকজন বিধায়কের সঙ্গে দলবদল করে শাসক দলে যোগ দেন তিনি। কৃষ্ণ কল্যাণীকে মুকুল রায়ের জায়গায় বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানও করা হয়।

Google news