Viral Video: গুটখার পিক ফেলতে চেয়ে বিমানের জানলা খুলে দেওয়ার আবেদন যুবকের, হতভম্ব বিমান সেবিকা!

ভাইরাল নিউজ: গত কয়েকমাসে বিমানযাত্রায় এমন কিছু ঘটনা ঘটেছে তাতে চোখ কপালে ওঠার মতো অবস্থা। বিমানে বোমাতঙ্ক, বারংবার মদ্যপ অবস্থায় প্রস্রাব, বিমানের টয়লেটে বসে ধূমপানের মতো বিভিন্ন ঘটনা উঠে এসেছে সাম্প্রতিককালে। মাঝ আকাশে তরুণীকে এক তরুণের বিয়ের প্রস্তাব দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Govind Sharma ji (@govindsharma5906)

এইসব ঘটনার মধ্যেই ফের ঘটল এক অদ্ভুত ঘটনা। ঘটনাটি কোনও এক ইন্ডিগোর বিমানে (Indigo Flights) ঘটেছে। ভাইরাল হওয়া । ভিডিওটিতে দেখা যাচ্ছে, হঠাৎই গুটখার পিক ফেলতে চেয়ে এক যুবক বিমান সেবিকাকে জানালা খুলে দেওয়ার আবেদন জানালেন। আবেদন শুনে বিমান সেবিকা হতভম্ব। তিনি আবেদন শুনে হেসেও ফেলেন।

মাঝ আকাশে এই বার্তালাপের ভিডিওটি সম্প্রতি ভাইরাল  হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে এই ভিডিওটি আপলোড করেছেন গোবিন্দ শর্মা নামের এক ব্যক্তি। ক্যাপশনে মজা করে লেখা, “নিজের কোনও গুটকা প্রেমী বন্ধুকে ট্যাগ করুন।” ভিডিও টি পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই তা সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। যদিও ওই ব্যক্তির পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

Google news