22 C
New York
Wednesday, January 15, 2025
Homeরাজ্যের খবরJustice For RG Kar: আরজি কর আন্দোলনে জনগণের রায় নিতে হাজির জুনিয়র...

Justice For RG Kar: আরজি কর আন্দোলনে জনগণের রায় নিতে হাজির জুনিয়র চিকিৎসকরা, পথেই বসালেন আদালত

Published on

- Ad-
- Ad -
- Ad -
- Ad -

রাত পোহালেই আরজি কর কাণ্ডের (Justice For RG Kar) শুনানি সুপ্রিম কোর্টে। তার আগেই জনতার মতামত চেয়ে রাজপথে আদালত বসালেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। এই কর্মসূচির তাঁরা নাম দিয়েছেন, ‘জনতার মতামত, রাজপথে আদালত’।

রবিবার আউটডোর বন্ধ থাকে। এই পরিস্থিতিতে  জেলায় জেলায় সকাল ১০টা থেকে অস্থায়ী স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। সেখানেই আদালত বসাচ্ছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। এই ‘রাজপথে আদালক’ খোলা থাকবে সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত। এখানে জনতার কাছে বেশ কয়েকটা প্রশ্ন রাখা হয়েছে। সেই প্রশ্নের বিষয়ে তাঁর মতামত জানতে চাওয়া হয়েছে।  সেই সব প্রশ্নের জবাব পেতেই নিজেদের আদালত খুলছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট।

এছাড়াও ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের (Justice For RG Kar) রবিবার একাধিক কর্মসূচি রয়েছে। সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর কাণ্ডের শুনানি। সেটাকে সামনে রেখে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফে রবিবার জুড়ে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। রবিবার বিকেল পাঁচটার সময় রাস্তায় নেমে জাতীয় সঙ্গীত গেয়ে মানববন্ধনের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। পাশাপাশি মধ্যরাতে রাস্তায় বেরিয়ে পরারও আহ্বান জানিয়েছেন তাঁরা।

লালবাজারের কাছে (Justice For RG Kar) বি বি গাঙ্গুলি স্ট্রিটে অস্থায়ী স্বাস্থ্য শিবির খুলেছেন কলকাতা মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরা।সেখানে ক্লিনিকের পাশাপাশি তাঁরা তাঁদের পাঁচ দফা দাবি নিয়ে জনগণের মতামত জানতে চাইছেন। আন্দোলন কোন পথে চলবে, কীভাবে বিচার মিলবে, পুলিশ-সিবিআই তদন্ত নিয়ে সাধারণ মানুষ কী ভাবছে এই বিষয়েও মতামত জানতে চাওয়া হয়েছে। কলকাতার পাশাপাশি একাধিক জেলাতে এই অস্থায়ী স্বাস্থ্য শিবির খোলা হয়েছে।

প্রসঙ্গত, আরজি কর ঘটনার রেশ দেশ ছেড়ে বিশ্বে পৌঁছে গিয়েছে। আজকে সারা বিশ্বে মানবন্ধনের ডাক দেওয়া হয়েছে। প্রতিটি দেশেই স্থানীয় সময় অনুযায়ী বিকেল ৫টায় এই বিক্ষোভ কর্মসূচি শুরু হবে। বিশ্বজুড়ে মানববন্ধন কর্মসূচিরও ডাক দেওয়া হয়েছে। একটাই স্লোগান দেওয়া হয়েছে, ‘বিশ্বজুড়ে উঠেছে ঝড়, জাস্টিস ফর আর জি কর’। এখনও পর্যন্ত জানা গিয়েছে,  আমেরিকা, ব্রিটেন, কানাডার পাশাপাশি, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, সুইৎজারল্যান্ড, সুইডেন, চেক প্রজাতন্ত্র, স্পেন, জার্মানি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, জাম্বিয়া, তানজানিয়া, জাপানে মানবন্ধন হবে প্রতিটা দেশের স্থানীয় সময় বিকেল পাঁচটার সময়।

- Ad -

Latest articles

Smriti Irani: লোকসভা নির্বাচনে পরাজয়ের পর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন স্মৃতি ইরানি

মঙ্গলবার বেশ কয়েকজন নতুন সদস্যকে অন্তর্ভুক্ত করে প্রধানমন্ত্রীর জাদুঘর ও গ্রন্থাগারের (পিএমএমএল) সমিতি ও...

Baghajatin: শাসকদলের কাউন্সিলরের মদতেই তৈরি হয়েছিল বাঘাযতীনে ‘বেআইনি বাড়ি’! গর্জে উঠলেন বাসিন্দারা

কলকাতার উত্তর শহরতলির বাঘাযতীনের (Baghajatin) বিদ্যাসাগর কলোনিতে নির্মিত বেআইনি বহুতল "শুভ অ্যাপার্টমেন্ট" নিয়ে চাঞ্চল্য...

Bangladesh Border: সীমান্ত থেকে ভারতীয়দের অপহরণ করে নিয়ে যাচ্ছে বাংলাদেশ! সামনে এল চাঞ্চল্যকর তথ্য

ভারত-বাংলাদেশ সীমান্তে (Bangladesh border) চাপড়ার হৃদয়পুর গ্রামে ঘটে গেল উদ্বেগজনক এক ঘটনা। জমিতে চাষ...

Bangladesh: বাংলাদেশের সঙ্গে বণিকসভা বাতিল মালদার ব্যবসায়ীদের! বন্ধ হয়ে যেতে পারে রফতানি

সীমান্তে বাংলাদেশি (Bangladesh) বাহিনীর লাগাতার প্ররোচনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বণিকসভার (Bangladesh) সঙ্গে আসন্ন বৈঠক বাতিল...

More like this

Smriti Irani: লোকসভা নির্বাচনে পরাজয়ের পর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন স্মৃতি ইরানি

মঙ্গলবার বেশ কয়েকজন নতুন সদস্যকে অন্তর্ভুক্ত করে প্রধানমন্ত্রীর জাদুঘর ও গ্রন্থাগারের (পিএমএমএল) সমিতি ও...

Baghajatin: শাসকদলের কাউন্সিলরের মদতেই তৈরি হয়েছিল বাঘাযতীনে ‘বেআইনি বাড়ি’! গর্জে উঠলেন বাসিন্দারা

কলকাতার উত্তর শহরতলির বাঘাযতীনের (Baghajatin) বিদ্যাসাগর কলোনিতে নির্মিত বেআইনি বহুতল "শুভ অ্যাপার্টমেন্ট" নিয়ে চাঞ্চল্য...

Bangladesh Border: সীমান্ত থেকে ভারতীয়দের অপহরণ করে নিয়ে যাচ্ছে বাংলাদেশ! সামনে এল চাঞ্চল্যকর তথ্য

ভারত-বাংলাদেশ সীমান্তে (Bangladesh border) চাপড়ার হৃদয়পুর গ্রামে ঘটে গেল উদ্বেগজনক এক ঘটনা। জমিতে চাষ...