Protest on Road : খানাখন্দে ভরা রাস্তায় গড়াগড়ি দিয়ে অভিনব প্রতিবাদ সমাজকর্মীর

 

খবর এইসময় ডেস্ক:   অভিনব প্রতিবাদ এক সমাজকর্মীর। খানাখন্দে ভরা রাস্তা সারাতে আগ্রহী নয় প্রশাসন। তাই সেই রাস্তাতে গড়াগড়ি দিয়ে অভিনব প্রতিবাদ করলেন কর্ণাটকের উদুপি শহরের সমাজকর্মী নিত্যানন্দ ওলাকাডু (Social Worker Nityananda Olakadu ) সংবাদ সংস্থা এএনআই-এর শেয়ার করা একটি ভিডিওতে ওলাকাডুকে শহরের উদুপি-মনিপাল জাতীয় সড়কের ইন্দ্রালি সেতুতে গর্ত ও কর্দমাক্ত রাস্তায় ‘উরুলু সেভ’ করতে দেখা যায়। রীতিমত দণ্ডী কেটে অর্থাৎ একটি ধর্মীয় রীতি যা মন্দিরের চারপাশে মাটিতে শুয়ে প্রদক্ষিণ করা হয় ঠিক সেই ভাবেই উদুপি শহরের মানুষ দেখলেন ‘উরুলু সেভ’ হতে।

দেখুন সেই ভিডিও   :

 

 

 

 

Google news