Lionel Messi: মেসির গোলও মায়ামির হার ঠেকাতে পারলো না

mmsc

মেজর লিগ সকারে ইন্টার মায়ামির আগের ম্যাচে বিশ্রামে ছিলেন লিওনেল মেসি (Lionel Messi)। তবে আজ ঘরের মাঠে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ফিরলেন। গোলও করলেন মেসি তবু হারল মায়ামি। চেস স্টেডিয়ামে আটলান্টা ৩-১ গোলে হারিয়েছে মায়ামিকে। জোড়া গোল করেছেন আটলান্টার সাবা লোবজানিদজে।

লিগে ৯ ম্যাচ পর জয় পেল আটলান্টা। গেল ৩১ মার্চের পর এই প্রথম। গেল সেপ্টেম্বরে মায়ামির সঙ্গে সবশেষ দেখাতেও জয় পেয়েছিল আটলান্টা। সেবার তারা জিতেছিল ৫-২ গোলে। সেই ম্যাচটিতে অবশ্য খেলেননি মেসি।

মায়ামির মাঠ চেস স্টেডিয়ামে ভারতীয় সময় আজ সকালে হওয়া ম্যাচে মেসির সঙ্গে লুইস সুয়ারেজ, সার্জিও বুসকেটসও ফেরেন একাদশে। প্রথমার্ধের ৪৪ মিনিটে সাবার গোলে এগিয়ে যায় আটলান্টা। ৫৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাইট উইংয়ে খেলা জর্জিয়ান এই ফুটবলার। দুটি গোলই তিনি করেন বক্সের বাইরে থেকে। ৬২ মিনিটে বুসকেটসের অ্যাসিস্টে বক্সের বাইরে থেকে গোল করেন মেসি। ম্যাচে ফেরার আশা দেখছিল মায়ামি। তবে ৭৩ মিনিটে থিয়েরে গোল করলে স্কোর ৩-১ হয়। বাকি সময় চেষ্টা করেও আর গোল করতে পারেনি কোন দল। দুই দলের গোলকিপারই বেশ কয়েকটি ভালো সেভ করেছেন। সেটি না হলে ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারতো।

এমএলএসে মরশুমে ১৭ ম্যাচে এটি মায়ামির তৃতীয় হার। হারের পরও ৩৪ পয়েন্টে শীর্ষে আছে তারা। ইস্টার্ন কনফারেন্সে এক ম্যাচ কম খেলে ৩৩ পয়েন্টে দুইয়ে আছে সিনসিনাটি।

Google news