Lok Sabha Election 2024: ফলাফলের আগেই হাইকোর্টে গেল বিজেপি, কিন্তু কেন? জানুন সত্যটা

রাত পোহালেই ভোটের (Lok Sabha Election 2024) ফল ঘোষণা। তার ঠিক আগের দিনই কলকাতা হাই কোর্টে বিজেপি প্রার্থীরা। পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁরা। নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন মামলাকারীরা।

এবার বাংলার ভোটে (Lok Sabha Election 2024) তেমন বড় কোনও অশান্তি হয়। পাওয়া যায়নি প্রাণহানির খবরও। অশান্তি সামাল দিয়ে ভোটগ্রহণের ক্ষেত্রে মোটের উপর সফল নির্বাচন কমিশন। তবে বিজেপি প্রার্থীদের একাংশের অভিযোগ, বহুক্ষেত্রেই ভোটগ্রহণ কেন্দ্রে বিরোধী শিবিরের বুথ এজেন্টকে বসতে দেওয়া হয়নি।

এছাড়া স্রেফ হেনস্তা করতে বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে পুলিশ ভুয়ো মামলা করছে বলেও অভিযোগ। এই প্রসঙ্গে ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুর কথাও তুলেছেন মামলাকারীরা। কারণ, ষষ্ঠ দফার নির্বাচন চলাকালীন গড়বেতার মংলাপাতা এলাকায় আক্রান্ত হন তিনি। তাঁর গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। এছাড়া প্রার্থীর নিরাপত্তায় থাকা জওয়ানও আক্রান্ত হন। এই ঘটনার পরেও প্রার্থীর বিরুদ্ধেই জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়। আবার বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রর বিরুদ্ধেও ভুয়ো মামলা দায়ের হয়েছে বলেও অভিযোগ।

একের পর এক ঘটনার কথা উল্লেখ করে রাজ্য পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থীরা। ইচ্ছাকৃতভাবে পদ্মশিবিরের প্রার্থীদের বিপাকে ফেলার চেষ্টা চলছে বলেই দাবি মামলাকারীদের। তাই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ একাধিক বিজেপি প্রার্থী। সোমবার দুপুর ১ টায় বিচারপতি অমৃতা সিনহার গ্রীষ্ম অবকাশকালীন বেঞ্চে মামলার শুনানি।

Google news