Lok Sabha Election 2024: হলদিয়ায় বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলীকে ঘিরে চোর স্লোগান

বুথের (Lok sabha Election 2024) কাছে আসতেই বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে ঘিরে উঠল চোর স্লোগান,বিক্ষোভকারীদের অভিযোগ অভিজিৎ গাঙ্গুলী বহু মানুষের চাকরি খেয়েছেন……

শনিবার রাজ্যের ৮টি কেন্দ্রে ভোটগ্রহণ (Lok sabha Election 2024) পর্ব শুরু হল, যার মধ্যে বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ কেন্দ্র হল পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভা কেন্দ্র। এখানে বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি।

আজ ভোটের সকাল থেকেই সরগরম তমলুক। সূর্যের আলো ফুটতেই তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ময়দানে নেমে পরেন। ভোট শুরু হতে না হতেই হলদিয়ার একটি বুথে আসেন অভিজিৎ গাঙ্গুলি    বুথের বাইরে তখনই তাকে ঘিরে কার্যত বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূলের সমর্থকরা,বিজেপির বিরুদ্ধে স্লোগান ওঠার পাশাপাশি প্রাক্তন বিচারপতি বিজেপি প্রার্থীকে দেওয়া হয় গো ব্যাক স্লোগান। এমনকি চাকরি চোর বলেও অভিজিতের দিকে স্লোগান তুলে এগিয়ে যান তৃণমূল সমর্থকরা।

উল্লেখ্য,হলদিয়ার ২০৬-২০৯ নম্বর বুথে এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে বলে অভিযোগ পেয়ে হলদিয়ার ঘাসিপুর প্রাথমিক স্কুলের বুথে যান বিজেপি প্রার্থী। কিন্তু সেখানে গিয়ে দেখতে পান, সমস্ত এজেন্টই রয়েছেন। এরপরই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে চাকরি চোর স্লোগান দিতে শুরু করেন তৃণমূল কর্মীরা।

ধিরে ধিরে চরম উত্তেজনা দেখা দেয় ওই বুথ চত্বরে। যদিও অভিজিৎ গাঙ্গুলির নিরাপত্তারক্ষীরা তাঁকে সেই জায়গা থেকে বের করে নিয়ে যেতে সক্ষম হন। বিজেপি সূত্রে জানা যাচ্ছে, বিক্ষোভকারীরা আর কেউ নয় শাসক দল তৃণমূল আশ্রিত দুষ্কৃতি।

Google news