দশদিনের মধ্যে কমাতে হবে দাম, নয়ত বড় পদক্ষেপ নেবেন মমতা

গত বেশ কিছু দিন ধরেই বাজারে সবজির দাম আকাশছোঁয়া৷ আলু, পেয়াঁজ থেকে শুরু করে ঝিঙে, শশা, কাঁচালঙ্কা, বেগুন- বাজারে অধিকাংশ সবজির দামই মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গিয়েছে৷ অধিকাংশ সবজির দামই ৮০ থেকে ১০০ টাকা ছুঁয়েছে৷

শাক সবজির এই আগুন দাম কমাতে এবার তৎপর হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নবান্নে সংশ্লিষ্ট বিভিন্ন দফতর এবং বাজার কমিটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, ‘যে কোনও উপায়ে আগামী দশ দিনের মধ্যে বাজারে সবজির দাম কমাতে হবে৷ মুখ্যমন্ত্রী বলেন, ১০ দিনের মধ্যে দাম কমাতে হবে। কীভাবে কমাবেন, সেটা জানি না।’ মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, যে হারে শাক সবজির দাম বেড়েছে তাতে মানুষ বাজারে যেতেই ভয় পাচ্ছে৷

মুখ্যমন্ত্রীর নির্দেশ, কোল্ড স্টোরেজে অতিরিক্ত আলু মজুত রাখা চলবে না। নাসিকের বদলে রাজ্যের চাষিদের কাছ থেকে কিনতে হবে পিঁয়াজ। রাজ্যের চাহিদা না মিটিয়ে ভিনদেশে পাঠানো যাবে না সবজি। প্রয়োজনে বর্ডারে চেকিং চলবে। বাজারে সিআইডি, পুলিশ, আইবির নজরদারির নির্দেশ। নজরদারি চালাতে গিয়ে তোলাবাজি করলে অ্যাকশন নেওয়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। ধানের মতো চাষিদের কাছ থেকে সরাসরি সবজি কেনার পক্ষেও সওয়াল মমতার। প্রয়োজনে মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ তৈরির পরামর্শও দিলেন তিনি।

বাজারে বেশি দামে সবজি বিক্রি আটকাতে টাস্কফোর্সকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিলেন তিনি। যত দিন না দাম কমছে ততদিন বাজারে নিয়মিত নজরদারি চালাবে টাস্কফোর্সের সদস্যরা। নজর রাখবে পুলিশও। একইসঙ্গে নিয়মিত বৈঠকে বসতে হবে তাঁদের। থাকবেন মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি। প্রতি সপ্তাহে সেই রিপোর্ট দিতে হবে মুখ্যমন্ত্রীকে। এর পরই তাঁর নির্দেশ, “১০ দিনের মধ্যে দাম কমাতেই হবে।”

Google news