Migrant Workers Death: ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের, গ্রামের বাড়িতে দেহ ফেরাতে চাঁদা তুলছেন মুসলিমরা

নিজস্ব প্রতিনিধি,মালদহ: ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের (Migrant Workers Death)। মৃতের নাম তুফানু মহলদার (৪৫), বাড়ি মালদহের হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের ভালুভরট গ্রামে।গ্রামের বাড়িতে মৃতের দেহ ফেরাতে চাঁদা তুলছেন মুসলিমরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভাবের তাড়নায় প্রায় নয় মাস আগে পঞ্চায়েত ভোটের পরে দিল্লিতে রাজ মিস্ত্রীর জোগানদারের কাজ করতে যায় তুফানু। সঙ্গে নিয়ে যায় মানসিক ভারসাম্যহীন স্ত্রী পুষিয়া মহলদার ও একমাত্র ছেলে নিখিল মহলদারকেও।শনিবার সকালে কাজ করার সময় অসুস্থ হয়ে পড়ে সে।সেদিনই সন্ধ্যার সময় মৃত্যু হয় ওই পরিযায়ী শ্রমিকের(Migrant Workers Death)।শ্রমিকের হঠাৎ মৃত্যু ঘিরে‌ পরিবার-পরিজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।শোকস্তব্ধ গোটা এলাকা।কিভাবে দেহটি গ্রামের বাড়িতে নিয়ে আসবেন এই নিয়ে চরম সংকটে পড়েছে মৃতের পরিবার।

দিল্লি থেকে অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়িতে নিয়ে আসতে খরচ লাগবে প্রায় ৫০ হাজার টাকা। এত টাকা কোথায় পাবে ওই পরিযায়ী শ্রমিকের পরিবার। এই খবর জানতে পেরে এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষেরা চাঁদা তুলে দেহটি নিয়ে আসার চেষ্টা করছে। আগামী সোমবার সকালে অ্যাম্বুলেন্সে করে শ্রমিকের কফিন বন্দী দেহ (Migrant Workers Death) গ্রামের বাড়িতে পৌঁছবে বলে জানান এলাকার মানুষজন।

 

 

 

Google news