Mohammedan SC: ভারতীয় ফুটবলের মূল স্রোতে ফের মহমেডান, জেনে নিন আইএসএল-এ সাদা কালো সিজন প্রভিউ

কলকাতা ফুটবল ভক্তদের একটা অংশের আক্ষেপ এতদিনে ঘুচল। দেশের সবথেকে জনপ্রিয় ফুটবলে লিগে ইতিমধ্যেই খেলা শুরু করে দিয়েছিল কলকাতা ময়দানের দুই প্রধান। বাকি ছিল তৃতীয় প্রধানের যোগদানের অপেক্ষা। গত মরশুমে আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এ বার আইএসএলে খেলার যোগ্যতা অর্জন করেছে কলকাতার ঐতিহ্যবাহী মহমেডান এসসি (Mohammedan SC)। এতদিন বাংলার ফুটবলপ্রেমীদের অনেকের আক্ষেপ ছিল কলকাতার তিন প্রধানকে আইএসএলে দেখতে পান না তাঁরা। এ বার তাঁদের সেই আক্ষেপ মিটে যাবে বলেই মনে হয়।

১৮৯১-এ প্রতিষ্ঠিত হওয়া এই ক্লাব (Mohammedan SC) আবার ফিরে এসেছে ভারতীয় ফুটবলের সর্বোচ্চ স্তরে। যার জেরে কলকাতার বাকি দুই প্রধান ক্লাব ইস্টবেঙ্গল ও মোহনবাগানের সঙ্গে তাদের চিরকালীন প্রতিদ্বন্দ্বিতা ফের দেখা যাবে। কলকাতা ফুটবল ভক্তদের জন্য যা অনেক বড় পাওনা। কলকাতা ফুটবলের ঐতিহ্যবাহী ঘরানাকে এবার দাপটের সঙ্গে সর্বভারতীয় মঞ্চে প্রতিষ্ঠা করার দায়িত্ব পালনের সুযোগ পাবে তিন প্রধান।

মোহনবাগানের সবুজ-মেরুন, ইস্টবেঙ্গলের লাল-হলুদের সঙ্গে এ বার সাদা-কালো জার্সিধারীদেরও দাপট দেখা যাবে দেশের এক নম্বর লিগে। আইএসএলে অনেক উন্নত পারফরম্যান্স দেখানোর আশ্বাস দিয়েছেন তাদের রাশিয়ান কোচ আন্দ্রেই চেরনিশভ।

নজরে যাঁরা

আই লিগ বিজয়ী দল থেকে বিদায় দেওয়া হয়েছে এডি হার্নান্দেজ ও ডেভিড লালনসাঙ্গাকে। তবে কয়েকজন নতুন ফুটবলারকে এ বার নিয়ে এসেছে তারা, যারা মহমেডানকে প্রত্যাশিত সাফল্য এনে দিতে পারেন। যেমন সংযুক্ত আরব আমিরশাহীর পেশাদার লিগে খেলা ফরোয়ার্ড সিজার মানজোকিকে সই করিয়েছে তারা। ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগ ও চিনের সুপার লিগেও নিজের প্রতিভার পরিচয় দিয়ে এসেছেন।

Alexis Gómez - Player profile 24/25 | Transfermarkt
অ্যালেক্সি গোমেজ

আর্জেন্টিনার ফুটবলার অ্যালেক্সি গোমেজ এবার সাদা কালো ব্রিগেডের (Mohammedan SC) অন্যতম প্রধান ভরসা। গত মরশুমে আই লিগে মহমেডানের সাফল্যে তাঁর অবদান ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ। তিনিই দলের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি গোলের পাস সরবরাহ করেন। এ ছাড়াও সেট পিসেও তিনি যথেষ্ট বিপজ্জনক।

ক্রীড়াসূচী

ডিসেম্বর পর্যন্ত আইএসএল ২০২৪-২৫-এর যে সূচী প্রকাশ করা হয়েছে, সেই সূচী অনুযায়ী মহমেডান এসসি-কে (Mohammedan SC) সেপ্টেম্বর ও অক্টোবরে তিনটি করে ম্যাচ, নভেম্বরে দু’টি ও ডিসেম্বরে পাঁচটি ম্যাচ খেলতে হবে। চলতি বছরে (২০২৪) আইএসএলে ফুটবলপ্রেমীরা তিনটি উত্তেজনাপূর্ণ কলকাতা ডার্বি উপভোগ করতে পারবেন। তার প্রথমটি হবে ৫ অক্টোবর, মোহনবাগান ও মহামেডান এফসি-র মধ্যে। ইস্টবেঙ্গল ও মহমেডান এসসি একে অপরের মুখোমুখি হবে ৯ নভেম্বর।

Mohammedan SC to play Kerala All Stars for Wayanad fundraiser - myKhel

মহমেডান স্পোর্টিং-এর আইএসএল সূচী (২০২৪)

  • ১৬ সেপ্টেম্বর- বনাম নর্থইস্ট (হোম)
  • ২১ সেপ্টেম্বর- বনাম এফসি গোয়া (হোম)
  • ২৬ সেপ্টেম্বর- বনাম চেন্নাইন এফসি
  • ৫ অক্টোবর- বনাম মোহনবাগান
  • ২০ অক্টোবর- বনাম কেরালা ব্লাস্টার্স (হোম)
  • ২৬ অক্টোবর- বনাম হায়দরাবাদ এফসি (হোম)
  • ৯ নভেম্বর- বনাম ইস্টবেঙ্গল
  • ২৭ নভেম্বর- বনাম বেঙ্গালুরু এফসি (হোম)
  • ২ ডিসেম্বর- বনাম জামশেদপুর এফসি
  • ৬ ডিসেম্বর- বনাম পাঞ্জাব এফসি
  • ১৫ ডিসেম্বর- বনাম মুম্বই সিটি এফসি (হোম)
  • ২২ ডিসেম্বর- বনাম কেরালা ব্লাস্টার্স
  • ২৭ ডিসেম্বর- বনাম ওডিশা এফসি।

(ম্যাচগুলি শুরু সন্ধ্যা সাড়ে সাতটা থেকে)।

Google news