Nations League: এমবাপেকে ছাড়াই বেলজিয়ামকে হারাল ফ্রান্স

অধিনায়ক কিলিয়ান এমবাপেকে ছাড়াই নেশন্স লিগে (Nations League) প্রথম জয় তুলে নিল ফ্রান্স। ইতালির কাছে ৩-১ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল ফরাসিরা। এদিন রিয়াল মাদ্রিদ তারকা মাঠে নামার আগেই তারা ২ গোল করে ফেলেছিল। শেষ পর্যন্ত বেলজিয়ামের বিরুদ্ধে সেটাই স্কোরলাইন হয়ে যায়। এ নিয়ে টানা চার ম্যাচে বেলজিয়ামকে হারাল ফরাসিরা।

ম্যাচের (Nations League) শুরু থেকেই তুমুল আক্রমণ শুরু করেছিল বেলজিয়াম। ৩০তম মিনিটে কোলো মুয়ানির গোলে ফরাসিরা এগিয়ে যায়। ৫৭ মিনিটে পেনাল্টি বক্সের ভেতরে থেকে বাঁ পায়ের দারুণ এক শটে গোল করেন দেম্বেলে। ৬৭ মিনিটে কোলো মুয়ানির বদলি হিসেবে মাঠে নামেন এমবাপে। তবে তিনি গোলের দেখা পাননি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ফ্রান্স (Nations League)।

France vs Belgium, UEFA Nations League 2024-25: Know match time, telecast and watch live streaming in India

এছাড়া অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়েছে নরওয়ে। ম্যাচটি ১-১ গোলে ড্র হতে বসেছিল। কিন্তু ৮০ মিনিটে ম্যানচেস্টার সিটি তারকা আর্লিং হালান্ডের করা গোলেই নরওয়ে জয় পায়। নরওয়ের জার্সিতে ৩৫তম ম্যাচে হলান্ডের এটি ৩২তম গোল। অন্য ম্যাচে ইসরায়েলকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে ইতালি। এতে তারা ‘এ-২’ গ্রুপের শীর্ষেই রইল। পরের দুই স্থানে যথাক্রমে ফ্রান্স আর বেলজিয়াম।

Google news