22 C
New York
Wednesday, January 15, 2025
Homeখেলার খবরPak Vs Ire: ফখর-রিজওয়ানের ঝড়ে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সমতায় ফিরল পাকিস্তান

Pak Vs Ire: ফখর-রিজওয়ানের ঝড়ে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সমতায় ফিরল পাকিস্তান

Published on

- Ad-
- Ad -
- Ad -
- Ad -

আয়ারল্যান্ডের কাছে সিরিজের প্রথম ম্যাচে হেরে গিয়েছিল পাকিস্তান (Pak Vs Ire)। গতকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে সহজ জয়ে আইরিশদের হারিয়ে সমতায় ফিরেছে পাক বাহিনী। ডাবলিনে আয়ারল্যান্ডের দেওয়া ১৯৩ রানের লক্ষ্য ১৯ বল ও ৭ উইকেট হাতে রেখে পেরিয়েছে পাকিস্তান।

পাকিস্তান সহজ জয় পেয়েছে মহম্মদ রিজওয়ান ও ফখর জামানের ঝড়ে। ফখর ৪০ বলে ৭৮ রান করে আউট হলেও রিজওয়ান ৪৬ বলে ৭৫ রান করে অপরাজিত ছিলেন। ৬টি ছক্কা মেরেছেন ফখর, রিজওয়ানের ব্যাট থেকে এসেছে ৪টি ছক্কা। রিজওয়ান ফেরার পর ব্যাটিংয়ে নামেন আজম খান। পাকিস্তানের প্রাক্তন উইকেট কিপার মইন খানের পুত্র ক্রিজে নেমেই রীতিমতো ঝড় তোলেন মাত্র ১০ বলে ৪টি ছক্কায় অপরাজিত ৩০ রান করে অপরাজিত থাকেন তিনি।

এদিন টসে জিতে বিপক্ষ দলকে ফিল্ডিং করতে পাঠিয়েছিলেন পাক অধিনায়ক বাবর আজম। আয়ারল্যান্ড নির্ধারিত ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৯৩ রান করে। রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় পাকিস্তান। দ্বিতীয় বলে ছক্কা মেরে রানের খাতা খোলা সাইম আইয়ু্ব মার্ক অ্যাডাইরের করা পরের বলটিকে শর্ট মিডউইকেটের ফিল্ডার কার্টিস ক্যাম্ফারের হাতে তুলে দেন। এরপর ক্রিজে আসা অধিনায়ক বাবর আজম কোনও রান না করেই ফেরেন পরের ওভারে। দলের স্কোর তখন ২ উইকেটের বিনিময়ে ১৩। গ্রাহাম হিউমের বলে উইকেটকিপারকে ক্যাচ দেন বাবর।

এরপর জুটি বাঁধেন ফখর-রিজওয়ান। তৃতীয় উইকেটে ১৪০ রান যোগ করেন দুজনে। শুরু থেকে আস্কিং রান রেটের সঙ্গে তাল মিলিয়ে ব্যাট করেছেন দুজন। তৃতীয় থেকে সপ্তম, এই পাঁচ ওভারেই দলের রানটাকে ৭১–এ নিয়ে যান ফখর-রিজওয়ান। পরের তিন ওভারে ১৬ রান দিয়ে একটু লাগাম টেনে ধরেছিল আইরিশরা।

তবে কার্টিস ক্যাম্ফারের করা ১১তম ওভারে ১৪ রান নিয়ে আবার নাটাই নিজেদের হাতে তুলে নেন রিজওয়ান-ফখর। পরের ওভারে প্রথম বলে বেন হোয়াইটকে ছক্কা মেরে ৩৪তম বলে ফিফটি পেয়ে যান রিজওয়ান। দুই ওভার পরে ক্রেইগ ইয়াংকে ছক্কা মেরে ফিফটিতে পৌঁছান ফখরও। ৩১ বলে ৫০ ছোঁয়া ফখর পরের দুই বলে তোলেন আরও ১০ রান। ৪০ বলে ৭৮ রান করা ফখর ফেরেন ১৫তম ওভারে দলকে ১৫৩ রানে রেখে। ফখর ফেরার পর ৩৩ বলে ৪১ রান দরকার ছিল পাকিস্তানের। সমীকরণটা ১৪ বলেই মিলিয়ে ফেলেন রিজওয়ান-আজমরা। ১৭তম ওভারে আজমের তিন ছক্কার শেষটিই জিতিয়ে দেয় পাকিস্তানকে। ম্যাচের সেরা হয়েছেন মহম্মদ রিজওয়ান।

এর আগে আয়ারল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৯৩ রান। ৩৪ বলে সর্বোচ্চ ৫১ রান করেন লোরকান টাকার। এ ছাড়া হ্যারি টেক্টর ২৮ বলে ৩২ ও শেষ দিকে গ্যারেথ ডেলানি ১০ বলে ২৮ ও কার্টিস ক্যাম্ফার ১৩ বলে ২২ রান করেন। পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদি ৪৯ রানে নিয়েছেন ৩ উইকেট।

- Ad -

Latest articles

Steve Jobs: কুম্ভে আসতে চেয়েছিলেন স্টিভ জবস, ৫০ বছর আগের সেই চিঠির নিলাম ৪.৩ কোটি টাকায়

অ্যাপল শুরু করার আগে স্টিভ জবস (Steve Jobs) ভারত সফর করেছিলেন। এখানে আসার আগে...

Smriti Irani: লোকসভা নির্বাচনে পরাজয়ের পর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন স্মৃতি ইরানি

মঙ্গলবার বেশ কয়েকজন নতুন সদস্যকে অন্তর্ভুক্ত করে প্রধানমন্ত্রীর জাদুঘর ও গ্রন্থাগারের (পিএমএমএল) সমিতি ও...

Baghajatin: শাসকদলের কাউন্সিলরের মদতেই তৈরি হয়েছিল বাঘাযতীনে ‘বেআইনি বাড়ি’! গর্জে উঠলেন বাসিন্দারা

কলকাতার উত্তর শহরতলির বাঘাযতীনের (Baghajatin) বিদ্যাসাগর কলোনিতে নির্মিত বেআইনি বহুতল "শুভ অ্যাপার্টমেন্ট" নিয়ে চাঞ্চল্য...

Bangladesh Border: সীমান্ত থেকে ভারতীয়দের অপহরণ করে নিয়ে যাচ্ছে বাংলাদেশ! সামনে এল চাঞ্চল্যকর তথ্য

ভারত-বাংলাদেশ সীমান্তে (Bangladesh border) চাপড়ার হৃদয়পুর গ্রামে ঘটে গেল উদ্বেগজনক এক ঘটনা। জমিতে চাষ...

More like this

Steve Jobs: কুম্ভে আসতে চেয়েছিলেন স্টিভ জবস, ৫০ বছর আগের সেই চিঠির নিলাম ৪.৩ কোটি টাকায়

অ্যাপল শুরু করার আগে স্টিভ জবস (Steve Jobs) ভারত সফর করেছিলেন। এখানে আসার আগে...

Smriti Irani: লোকসভা নির্বাচনে পরাজয়ের পর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন স্মৃতি ইরানি

মঙ্গলবার বেশ কয়েকজন নতুন সদস্যকে অন্তর্ভুক্ত করে প্রধানমন্ত্রীর জাদুঘর ও গ্রন্থাগারের (পিএমএমএল) সমিতি ও...

Baghajatin: শাসকদলের কাউন্সিলরের মদতেই তৈরি হয়েছিল বাঘাযতীনে ‘বেআইনি বাড়ি’! গর্জে উঠলেন বাসিন্দারা

কলকাতার উত্তর শহরতলির বাঘাযতীনের (Baghajatin) বিদ্যাসাগর কলোনিতে নির্মিত বেআইনি বহুতল "শুভ অ্যাপার্টমেন্ট" নিয়ে চাঞ্চল্য...