22 C
New York
Wednesday, January 15, 2025
Homeখেলার খবরPakistan Cricket Team: বিশ্বকাপের পরই পাকিস্তান দলের ‘ভেতরের খবর’ প্রকাশ করবেন! বোমা...

Pakistan Cricket Team: বিশ্বকাপের পরই পাকিস্তান দলের ‘ভেতরের খবর’ প্রকাশ করবেন! বোমা ফাটালেন আফ্রিদি

Published on

- Ad-
- Ad -
- Ad -
- Ad -

চলতি টি২০ বিশ্বকাপে দুটি ম্যাচ খেলে দুটিতেই হেরেছে পাকিস্তান (Pakistan Cricket Team)। প্রথম ম্যাচে আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের কাছে হেরে গিয়েছে বাবর, রিজওয়ানরা। আর দ্বিতীয় ম্যাচে চির প্রতিদ্বন্দ্বি ভারতের বিরুদ্ধে ১১৯ রান তাড়া করে জিততে পারেনি।

স্বাভাবিকভাবেই এই পারফরম্যান্সের পর সমালোচনার ঝড় বইছে পাকিস্তানে। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি তো একরকম হুমকিই দিয়েছেন। জিও নিউজ জানিয়েছে, পাকিস্তানের স্থানীয় এক টিভি চ্যানেলে আফ্রিদি বলেছেন, শিগগিরই তিনি টি২০ বিশ্বকাপ খেলতে যাওয়া পাকিস্তানের বর্তমান দলটির ভেতরের খবর ফাঁস করবেন।

স্থানীয় টিভি চ্যানেলে আফ্রিদির কাছে পাকিস্তান (Pakistan Cricket Team) জাতীয় দলে খেলোয়াড়দের মধ্যে ঐক্যের অভাব নিয়ে জানতে চাওয়া হয়েছিল। পাশেই অতিথি চেয়ারে বসে থাকা ২২ বছর বয়সী তরুণ পেসার মহম্মদ ওয়াসিমকে দেখিয়ে আফ্রিদি বলেন, ‘সে অনেক কিছুই জানে। আমিও জানি। কিন্তু আমরা খোলামেলাভাবে সব বলতে পারি না।’ ওয়াসিম পাকিস্তানের হয়ে ২টি টেস্ট, ২৯টি টি২০ এবং ২০টি ওয়ানডে খেলেছেন। গত জানুয়ারিতে শেষ বারের মতো খেলেছেন পাকিস্তানের হয়ে।

আফ্রিদি বলেন, দলে খেলোয়াড়দের মধ্যে ঐক্য, একে অপরের সঙ্গে কীভাবে থাকবে, তা নিশ্চিত করার দায়িত্ব অধিনায়কের। অধিনায়ক হয় দলে ইতিবাচক মানসকিতা তৈরি করবেন নতুবা সেটি নষ্ট করবেন বলেই মন্তব্য করেছেন আফ্রিদি। কোচ ও ম্যানেজমেন্টের আগের দলকে একসূত্রে গাঁথার দায়িত্ব অধিনায়কের বলেই মনে করেন তিনি, ‘দলকে মাঠে লড়াই করানোর দায়িত্ব অধিনায়কের।’

আফ্রিদির মেয়ের জামাই পাকিস্তানের তারকা পেসার শাহিন আফ্রিদি। শাহিনের সঙ্গে তাঁর সম্পর্কটা অন্য রকম বলেও মন্তব্য করেন প্রাক্তন এই অলরাউন্ডার, ‘আমি কিছু বললে লোকে বলবে আমি জামাইয়ের পক্ষে কথা বলছি। কিন্তু সেটা নয়। যদি আমার মেয়ে, ছেলে কিংবা জামাই ভুল করে, আমিও সেটাকে ভুলই বলব।’

পাকিস্তানের হয়ে ২৭ টেস্ট, ৩৯৮ ওয়ানডে ও ৯৯ টি–টোয়েন্টি খেলা আফ্রিদি মনে করেন, গত কয়েক বছরে পিসিবির নির্বাচক কমিটি ‘কিছু বড় ভুল করেছে’। এসব নিয়েই কথা বলতে চান আফ্রিদি। আর কবে পাকিস্তান দলের ভেতরের খবর ফাঁস করবেন, সেই সময়ও জানিয়েছেন তিনি, ‘বিশ্বকাপের পরই আমি খোলামেলাভাবে সব বলব, আমাদের লোকজনই এই দলটাকে নষ্ট করেছে।’

টি২০ বিশ্বকাপে এখন সুপার এইটে ওঠা নিয়েই সমস্যায় পাকিস্তান। ‘এ’ গ্রুপে পাঁচ দলের পয়েন্ট তালিকায় পাকিস্তানের অবস্থান চতুর্থ। এখনও কোনও পয়েন্ট পায়নি বাবর আজমের দল। তাদের চেয়ে রান রেটে পিছিয়ে গ্রুপের তলানিতে দুই ম্যাচে কোনও পয়েন্ট না পাওয়া আয়ারল্যান্ড। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ভারত সবার ওপরে। সমান ম্যাচে ৪ পয়েন্ট পেলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় যুক্তরাষ্ট্র দুইয়ে। ২ ম্যাচে ১টি জয় নিয়ে তৃতীয় কানাডা।

- Ad -

Latest articles

Manu Bhaker: ‘ডিফেক্টিভ মেডেল’ দিয়ে বদনাম হল আইওসি-র! মনু ভাকেরও পাবেন নয়া মেডেল

প্যারিস অলিম্পিকে ভারতকে গর্বিত করা ভারতের তারকা পিস্তল শ্যুটার মনু ভাকের (Manu Bhaker) তাঁর...

South Korea: দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল গ্রেফতার, সামরিক আইন প্রয়োগের অভিযোগে পদক্ষেপ

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ইউন সুক ইয়োলকে বুধবার (South Korea) আইন প্রয়োগকারী আধিকারিকরা অভিশংসনের পরে...

TMC Worker Murder: মালদহে প্রকাশ্য রাস্তায় তৃণমূল কর্মী খুন, হাড়হিম ভিডিয়ো প্রকাশ্যে

মালদহে তৃণমূল কর্মী (TMC Worker Murder) হাসা শেখের নৃশংস খুনের ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে।...

Mahakumbh: মহাকুম্ভে শীতের দাপট! স্নান করতে গিয়ে নেতা-সাধকসহ তিনজনের মৃত্যু, অসুস্থ তিন হাজারের বেশি

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে সোমবার ছিল মহাকুম্ভের (Mahakumbh) শাহি স্নান। কোটি কোটি মানুষ এতে অংশ নিয়েছেন।...

More like this

Manu Bhaker: ‘ডিফেক্টিভ মেডেল’ দিয়ে বদনাম হল আইওসি-র! মনু ভাকেরও পাবেন নয়া মেডেল

প্যারিস অলিম্পিকে ভারতকে গর্বিত করা ভারতের তারকা পিস্তল শ্যুটার মনু ভাকের (Manu Bhaker) তাঁর...

South Korea: দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল গ্রেফতার, সামরিক আইন প্রয়োগের অভিযোগে পদক্ষেপ

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ইউন সুক ইয়োলকে বুধবার (South Korea) আইন প্রয়োগকারী আধিকারিকরা অভিশংসনের পরে...

TMC Worker Murder: মালদহে প্রকাশ্য রাস্তায় তৃণমূল কর্মী খুন, হাড়হিম ভিডিয়ো প্রকাশ্যে

মালদহে তৃণমূল কর্মী (TMC Worker Murder) হাসা শেখের নৃশংস খুনের ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে।...