প্রয়াত বাম আমলের মন্ত্রী মানব মুখোপাধ্যায়

 

পল্লব হাজরা, কলকাতা: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাম আমলের মন্ত্রী মানব মুখোপাধ্যায়। মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৬৭। মস্তিষ্কের ক্ষরণের ফলে মল্লিকবাজার সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন সদ্য প্রয়াত রাজনীতিবিদ । মঙ্গলবার সকালে অসুস্থ হয়ে পড়লে বাড়ি থেকে ফের সেখানে নিয়ে গেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেলেঘাটার প্রাক্তন বিধায়ক।

জানা গিয়েছে , এর আগে আগস্ট মাসে গুরুতর অসুস্থ হয়ে পরেন প্রাক্তন মন্ত্রী। বাইপাস লাগোয়া একটি হাসপাতালে ভেন্টিলেশন অবস্থায় চিকিৎসাধীন ছিলেন তিনি। তবে এবার আর শেষ রক্ষা হলো না। মৃত্যুর কাছে হার মানলেন বাম নেতা।

 

বাম ছাত্র রাজনীতি থেকেই রাজনৈতিক জীবনে তাঁর হাতে খড়ি। ১৯৯১ সালে বেলেঘাটা বিধানসভা কেন্দ্র থেকে জয় দিয়ে যাত্রা শুরু। ২০১১ সাল পর্যন্ত বেলেঘাটার বিধায়ক ছিলেন তিনি। মন্ত্রীত্ব থাকা কালীন তথ্যপ্রযুক্তি ও পর্যটন মন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ পদ সামলেছেন মানব মুখোপাধ্যায়। সুবক্তা হিসেবে বেশ পরিচিত ছিলেন। রাজ্য সম্পাদকমণ্ডলীর প্রাক্তন সদস্য ছিলেন তিনি।

 

পরিবার সূত্রের খবর, আজ মরদেহ রাখা হবে পিস ওয়ার্ল্ডে। মৃত্যুর আগে দেহ ও চক্ষু দানের অঙ্গীকার করেছিলেন মানববাবু। সেই মতো কলকাতা মেডিকেল কলেজে করা হবে দেহদান। তার আগে আজই হবে চক্ষুদান। বিকেলে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে আলিমুদ্দিন স্ট্রিটের দলীয় কার্যালয়ে।

প্রাক্তন মন্ত্রীর মৃত্যুতে প্রকাশ করেছেন মহম্মদ সেলিম সহ বাম নেতৃত্ব ।

Google news