22 C
New York
Wednesday, January 15, 2025
Homeরাজ্যের খবরAbhishek Banerjee: ইডির তলবে সিজিও কমপ্লেক্সে আজ অভিষেক, কি কি বিষয় নিয়ে...

Abhishek Banerjee: ইডির তলবে সিজিও কমপ্লেক্সে আজ অভিষেক, কি কি বিষয় নিয়ে হবে জিজ্ঞাসাবাদ?

Published on

- Ad-
- Ad -
- Ad -
- Ad -

 

খবর এইসময় ডেস্ক ঃ কয়লা কাণ্ডে দুবার দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদর দপ্তরে দীর্ঘ জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন দিল্লিতে ডেকে নিয়ে গিয়ে জেরা? এই প্রশ্ন তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শীর্ষ আদালত সেই মামলার পরিপ্রেক্ষিতে ইডিকে নির্দেশ দেয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রীকে কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করতে হবে।সেইমতো কলকাতায় জেলা করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। একবার বাড়িতে গিয়ে এবং অন্যবার সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়ে রুজীরাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

 

আজ শুক্রবার, কলকাতায় ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকাল ১১ টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা ছিল তার। তবে শোনা যাচ্ছে তার আগেই সিজিও কমপ্লেক্সে প্রবেশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 

প্রসঙ্গত উল্লেখ্য, ৩০ আগস্ট ইডির নোটিশ পেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে বলা হয়, কয়লা পাচারের অভিযোগের তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চায় তারা। ২ সেপ্টেম্বর সকাল ১১ টার মধ্যে সল্টলেকে সিজিও কমপ্লেক্স এ হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

 

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করার জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর একটি দল গতকাল কলকাতায় এসে পৌঁছেছে। আরো একটি তদন্তকারী দল আজ, শুক্রবার এসেছে দিল্লি থেকে। তারাই মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায় কে আজ জিজ্ঞাসাবাদ করবেন। কলকাতায় যারা কয়লা কান্ডের তদন্ত করছেন তারা জিজ্ঞাসাবাদে সময় উপস্থিত থাকতে পারেন। দিল্লির এই দল রুজিরা বন্দ্যোপাধ্যায় কে জিজ্ঞাসাবাদ করেছিল সিজিও কমপ্লেক্সে এসে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর প্রত্যেকটি বয়ান রেকর্ড করা হবে এবং যে সমস্ত নথিগুলো আনতে বলা হয়েছে সে সব কিছু খতিয়ে দেখবেন তদন্তকারী অফিসারেরা। নথি খতিয়ে দেখার জন্য অন্য দল কাজ করবে। দিল্লি থেকে যে আধিকারিকরা এসেছেন তারা মূলত ইডি সাইবার সেলের আধিকারিক।

 

কয়লা পাচার কাণ্ডে তদন্তে নেমে নতুন করে বেশ কিছু জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি। বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে সেখান থেকে নতুন কিছু তথ্য মিলেছে। মূলত সেই সম্পর্কেই আজ জিজ্ঞাসাবাদ করা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে। এর আগে রুজিরা বন্দ্যোপাধ্যায় কে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং তার বয়ান রেকর্ড করা হয়েছিল। সেই বয়ানের সঙ্গে অভিষেকের বয়ান মিলিয়ে নেওয়া হবে এবং তারপরে রেকর্ড করা হবে। ইডি সূত্রে খবর, অভিষেক এর আগে তদন্তে সহযোগিতা করেছিলেন। ওই কান্ডে দিল্লিতে রাজ্যের কিছু আইপিএস অফিসারকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সেখান থেকে পাওয়া কিছু তথ্য নিয়ে আজ অভিষেককে জিজ্ঞাসাবাদ করা হবে। সূত্রের খবর, কয়লা পাচারের টাকা কিভাবে কলকাতায় আসতো বিনয় মিশ্রের হাত ধরে সে ব্যাপারেও করা হবে জিজ্ঞাসাবাদ।

 

যদিও এই পুরো ঘটনাকে ভারতীয় জনতা পার্টির সাজানো ঘটনা বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। অভিষেককে তলব করার পরিপ্রেক্ষিতে শুক্রবার সকাল থেকে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে সরব হল তৃণমূল কংগ্রেস। চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা এবং মলয় ঘটকের মতো নেতারা এদিন সকাল থেকেই সমাজ মাধ্যমে বিজেপির সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে ধরেছেন। সুর চরিয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুনাল ঘোষ। বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ এনে কুনাল ঘোষ বলছেন, ‘ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এরাজ্যের বিজেপি ভয় পায়, তাই তাকে এতবার আক্রমণের শিকার হতে হচ্ছে। প্রতিহিংসার রাজনীতির বলি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের আগে বিজেপির রাজনৈতিক নেতাদের বক্তৃতা থেকে সেটা প্রমাণিত।‘

 

 

- Ad -

Latest articles

Ravichandran Ashwin: “আমি আরও খেলতে পারতাম কিন্তু…”, অবসরের পেছনের পুরো সত্যটা প্রকাশ করলেন অশ্বিন

বর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার কাছে ১-৩ ব্যবধানে হেরেছে ভারত। এই সফরে ভারতীয় খেলোয়াড়দের পারফরম্যান্স ছাড়াও...

Record Tourist in Goa: গোয়ার পর্যটন তথ্য প্রকাশ্যে আসতেই ভেস্তে গেল চীনের অপপ্রচার

গোয়ায় রেকর্ড পরিমাণ পর্যটক (Record Tourist in Goa) আগমনের খবর সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর...

Manu Bhaker: ‘ডিফেক্টিভ মেডেল’ দিয়ে বদনাম হল আইওসি-র! মনু ভাকেরও পাবেন নয়া মেডেল

প্যারিস অলিম্পিকে ভারতকে গর্বিত করা ভারতের তারকা পিস্তল শ্যুটার মনু ভাকের (Manu Bhaker) তাঁর...

South Korea: দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল গ্রেফতার, সামরিক আইন প্রয়োগের অভিযোগে পদক্ষেপ

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ইউন সুক ইয়োলকে বুধবার (South Korea) আইন প্রয়োগকারী আধিকারিকরা অভিশংসনের পরে...

More like this

Ravichandran Ashwin: “আমি আরও খেলতে পারতাম কিন্তু…”, অবসরের পেছনের পুরো সত্যটা প্রকাশ করলেন অশ্বিন

বর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার কাছে ১-৩ ব্যবধানে হেরেছে ভারত। এই সফরে ভারতীয় খেলোয়াড়দের পারফরম্যান্স ছাড়াও...

Record Tourist in Goa: গোয়ার পর্যটন তথ্য প্রকাশ্যে আসতেই ভেস্তে গেল চীনের অপপ্রচার

গোয়ায় রেকর্ড পরিমাণ পর্যটক (Record Tourist in Goa) আগমনের খবর সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর...

Manu Bhaker: ‘ডিফেক্টিভ মেডেল’ দিয়ে বদনাম হল আইওসি-র! মনু ভাকেরও পাবেন নয়া মেডেল

প্যারিস অলিম্পিকে ভারতকে গর্বিত করা ভারতের তারকা পিস্তল শ্যুটার মনু ভাকের (Manu Bhaker) তাঁর...