RG Kar protest rally: আরজি কর কাণ্ডে অবস্থান বিক্ষোভে অবরুদ্ধ বিটি রোড, কি হল দেখুন

শুক্রবার রাতে আর জি কর কাণ্ডের (RG Kar Protest rally) প্রতিবাদে সিঁথির মোড়ে প্রতিবাদে নামেন রবীন্দ্র ভারতীর ছাত্রছাত্রীরা। রাত এগারোটা থেকে ভোর চারটে পর্যন্ত প্রতিবাদ চলার কথা থাকলেও মাঝপথে ঘটে ছন্দপতন।

পুলিশের ব্যারিকেডের মধ্যেই রাস্তায় ছবি এঁকে, গান গেয়ে চলছিল প্রতিবাদ। অভিযোগ, হঠাৎই মদ্যপ অবস্থায় এক পুলিশকর্মী ব্যারিকেডে থাকা গার্ডরেলে সজোরে ধাক্কা মারে। প্রতিবাদীদের গায়ে পরার আগে আতঙ্কিত ছাত্রছাত্রীরা সরে দাঁড়ান। ঘটনাস্থলে সেই পুলিশ কর্মীর বাইকটিকে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে। বেগতিক দেখে খানিক দূরে থাকা কর্তব্যরত এক পুলিশকর্মী এসে পুলিশটিকে বাইক নিয়ে পালিয়ে যেতে সাহায্য করে বলে অভিযোগ।

ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় সিথির মোর অঞ্চলে। অবরুদ্ধ হয়ে যায় বিটি রোডের যান চলাচল।

Google news