বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ‘বিভ্রান্তিকর’ টুইট ঘিরে বিতর্ক, আইনি পদক্ষেপ রাজ্য পুলিশের

অর্জুন সিং-এর এই পোস্ট ঘিরেই শুরু হয়েছে বিতর্ক।

নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ বিতর্ক পিছু ছাড়ছে না সাংসদের।গত লোকসভা নির্বাচনে জিতে বারাকপুরের দোর্দণ্ডপ্রতাপ বিজেপি সাংসদ অর্জুন সিং এখন বিতর্কের কেন্দ্রবিন্দু। সোশ্যাল মিডিয়ায় ‌বিতর্কিত ছবি পোস্ট করে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্ট করার চেষ্টার অভিযোগ উঠল ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বিরুদ্ধে। অর্জুন বাবুর ওই পোস্ট ‘‌বিভ্রান্তিকর’‌ জানিয়ে পাল্টা টুইট করা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের টুইটার হ্যান্ডেল থেকে।

সমস্যার সূত্রপাত মঙ্গলবার রাতে। রাত সাড়ে ১১টা নাগাদ অর্জুন সিংয়ের টুইটার হ্যান্ডেল থেকে কালীপ্রতিমা পুড়িয়ে দেওয়ার কিছু ছবি দিয়ে একটি টুইট করা হয়। টুইটে লেখা, ‘‌দিদির জেহাদি প্রকৃতির রাজনীতি এখন হিন্দু ধর্ম ও সংস্কৃতি ধ্বংস করার দিকে এগিয়ে যাচ্ছে। দেখুন মুর্শিদাবাদে কীভাবে মন্দিরের ওপর হামলা চালিয়ে কালীপ্রতিমা পুড়িয়ে দিয়েছে বিশেষ একটি ধর্মীয় সম্প্রদায়ের লোকজন।’‌

‘‌বিশেষ ধর্মীয় সম্প্রদায়’‌ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘‌দিদি’‌ নামে উল্লেখ করে ওই টুইটকে ঘিরে ইতিমধ্যে বিতর্ক ছড়িয়েছে রাজ্য জুড়ে। যা চোখে পড়েছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের। তারা তাদের টুইটার হ্যান্ডেল থেকে বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের টুইটের ছবি পোস্ট করে আবেদন জানিয়েছে, ‘‌এই পোস্ট বা দাবি বিভ্রান্তিকর। এর বিরুদ্ধে যথোপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভ্রান্তিকর এবং উস্কানিমূলক এই পোস্ট এড়িয়ে চলুন।’‌

‘‌বিশেষ ধর্মীয় সম্প্রদায়’‌ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘‌দিদি’‌ নামে উল্লেখ করে ওই টুইটকে ঘিরে ইতিমধ্যে বিতর্ক ছড়িয়েছে রাজ্য জুড়ে। যা চোখে পড়েছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের। তারা তাদের টুইটার হ্যান্ডেল থেকে বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের টুইটের ছবি পোস্ট করে আবেদন জানিয়েছে, ‘‌এই পোস্ট বা দাবি বিভ্রান্তিকর। এর বিরুদ্ধে যথোপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভ্রান্তিকর এবং উস্কানিমূলক এই পোস্ট এড়িয়ে চলুন।’‌

এরইসঙ্গে মুর্শিদাবাদের নওদার ‘‌আলামপুর কালী মা নিমতলা কালীমন্দির’‌–এর কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে একটি চিঠি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। তাতে মন্দির সম্পাদক শুকদেব বাজপেয়ীর তরফ থেকে জানানো হয়েছে, ৩১ অগস্ট রাতে কে বা কারা ওই মন্দিরের কালীপ্রতিমায় আগুন লাগিয়ে দিয়েছে। কোনও চুরির ঘটনা ঘটেনি। এটা একটা দুর্ঘটনাও হতে পারে। এর পরই তাঁর আবেদন, ‘‌এই এলাকায় হিন্দু–মুসলমান সম্পর্ক খুবই সৌহার্দ্যপূর্ণ। এই ঘটনাকে সাম্প্রদায়িক রূপ দেবেন না। পরিবেশ অশান্ত করবেন না এবং উত্তেজনামূলক কোনও কাজ করবেন না।’‌

তবে,শুধু অর্জুনই নয়, রাজ্য বিজেপির মহিলা মোচর সভানেত্রী অগ্নিমিত্রা পল তাঁর ফেসবুক পেজে মুর্শিদাবাদের নওদার ‘‌আলামপুর কালী মা নিমতলা কালীমন্দির’‌–এর পুড়ে যাওয়া কালিপ্রতিমার ছবি পোস্ট করেন। কালিপ্রতিমার এই ছবি পোস্ট করা নিয়ে জানতে চাইলে অর্জুন বাবু বলেন, ‘মুর্শিদাবাদের নওদার ‘‌আলামপুর কালী মা নিমতলা কালীমন্দির’‌–এর মা কালির প্রতিমা যেভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে যেকোনো মানুষ সরব হবেন। আমিও একজন এরাজ্যের নাগরিক। এরাজ্যের মুখ্যমন্ত্রী যে ধরনের রাজনীতি শুরু করেছেন তাতে করে এখন হিন্দু ধর্ম ও সংস্কৃতি ধ্বংস করার দিকে এগিয়ে যাচ্ছে। যেহেতু আমি এইব্যাপারে সরব হয়েছি তারপর থেকে সরকার বা পুলিশ সেটাকে ফেক বলে চালিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

Google news