SA Vs AFG: ১০৬ রানে ধসিয়ে দিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আফগানদের প্রথম জয়

টি ২০ বিশ্বকাপ সেমিফাইনালে আফগানিস্তানকে ৫৬ রানে গুটিয়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তারই প্রতিশোধ যেনো নিলো আফগানরা (SA Vs AFG)। শারজাতে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ১০৬ রানে ধসিয়ে দিয়ে ৫ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে আফগানিস্তান। এই জয় আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোনো ফরম্যাটে আফগানদের প্রথম।

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়া দক্ষিণ আফ্রিকাকে (SA Vs AFG) শুরুতেই ফজলহক ফারুকি তাদের বড় ধাক্কা দেন। বাঁহাতি এই পেসার প্রথমে রিজা হেন্ডরিক্স ও এইডেন মার্করামকে আউট করেন। এরপর টনি ডি জোরজির উইকেটওতুলে নিয়ে তিনি।

Afghanistan vs South Africa Live: When and where to watch AFG vs SA ODI  series on TV and streaming in India? – India TV

এরপর মাত্র ১৮ বছর বয়সী স্পিনার আল্লাহ মহম্মদ ঘজনফর দেখান ম্যাজিক। তিনি এক ওভারেই ট্রিস্টান স্টাবস ও অভিষিক্ত জেসন স্মিথকে শূন্য রানে আউট করেন। দক্ষিণ আফ্রিকা (SA Vs AFG) তখন ২৯/৫, এরপর ৩৬/৭ এ পরিণত হয় যখন ঘজনফর কাইল ভেরেন্নেকে আউট করেন আর অ্যান্ডিলে ফেহলুকওয়ায়ো হন রানআউট। উইয়ান মুলডার ৫২ রানের ইনিংসে দক্ষিণ আফ্রিকা (SA Vs AFG) চরম লজ্জার হাত থেকে বাচে দক্ষিণ আফ্রিকা। তবে, আফগানিস্তান তাদের লক্ষ্য পূরণ করতে খুব একটা সময় নেয়নি। আজমতুল্লাহ ওমরজাই ও গুলবাদিন নাইবের অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটি আফগানিস্তানকে ঐতিহাসিক জয়ে পৌঁছে দেয়।

Google news