Saumitra Khan: সকাল সকাল তৃণমূল নেতার পা ছুঁয়ে নিলেন আশীর্বাদ, কিসের ইঙ্গিত সৌমিত্রের?

Saumitra Khan: Ashirbad touched the Trinamool leader's feet in the morning

সাংসদ হিসেবে তৃতীয় বারের জন্য নির্বাচিত হওয়ার পরই ‘দলবদলে’র জল্পনার মাঝেই ওন্দার রতনপুর বাজারে স্থানীয় তৃণমূল নেতা ভবতারণ চক্রবর্ত্তীকে পা ছুঁয়ে প্রণাম করলেন বিজেপির সৌমিত্র খাঁ (Saumitra Khan)। এমনকি তারপরেই রতনপুর অঞ্চল তৃণমূলের পর্যবেক্ষক ভবতারণ চক্রবর্ত্তী সৌমিত্র খাঁকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন, এমন ছবিও ধরা পড়ে উপস্থিত সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ক্যমেরায়।

যদিও পুরো বিষয়টিকে ‘সৌজন্যের রাজনীতি’ বলে দাবি করেছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan) নিজে। তাঁর কথায়, ওনার সঙ্গে একদিন রাজনীতি করেছি। উনি আমার সিনিয়র লিডার ছিলেন। এখন রাজনৈতিক দল আলাদা হলেও শ্রদ্ধা জানানোটা কর্তব্য বলে তিনি জানান।

রতনপুর অঞ্চল তৃণমূলের পর্যবেক্ষক ভবতারণ চক্রবর্ত্তী বলেন, সৌমিত্র খাঁ একসময় আমাদের দলের বড় নেতা ছিল, সাংসদ ছিল। ও আমাকে প্রণাম করেছে, আমি আশীর্বাদ করেছি। এর সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই, হৃদ্যতার ব্যাপার। তবে সৌমিত্রের তৃণমূল যোগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, কি হবে তা আগামী দিন বলবে। এক্ষুনি কিছু বলা সম্ভব নয় বলে তিনি জানান।

এবিষয়ে বড়জোড়ার তৃণমূল বিধায়ক, দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা চেয়ারম্যান অলোক মুখার্জীর দাবি, পুরোটাই ‘ভেলকিবাজি’। একসময় যে সৌমিত্র খাঁ মমতা বন্দ্যোপাধ্যায়- অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে সুজাতা মণ্ডলদের সবসময় নিন্দামন্দ করতো এখন হঠাৎ করেই তারা ‘ভালো’ হয়ে গেল! তবে সৌমিত্রকে তৃণমূলে নেওয়া হবে কিনা তা পুরোটাই দলের সিদ্ধান্ত। তবে অনুগত সৈনিক হিসেবে দলীয় সিদ্ধান্তে ‘খেজুর গাছকেও সমর্থণ’ করতে রাজী বলে তিনি জানান। প্রসঙ্গত উপনির্বাচনে বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করার পরে বিজেপির তরফে তারকা প্রচার প্রার্থীর নামের তালিকা প্রকাশ করা হয়েছে। যদিও সেই তালিকায় নাম নেই সৌমিত্রর।

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের পর থেকেই বিষ্ণুপুরের বিজেপি সাংসদ রাজনৈতিক জল্পনার কেন্দ্রে রয়েছেন। প্রকাশ্যে তাঁকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ভোট কৌশলের প্রশংসা করতে দেখা গিয়েছে,  কখনও আবার তিনি রাজ্যে বিজেপির খারাপ ফলের জন্য কাঠগড়ায় তুলেছেন বিজেপির রাজ্য নেতৃত্বকে। সূত্রের খবর, পর পর তিন বার সাংসদ হিসাবে নির্বাচিত হওয়ায় পর এ বার কেন্দ্রে মন্ত্রী হতে চেয়েছিলেন সৌমিত্র। ঘনিষ্ঠদের দাবি, অন্য প্রার্থীদের থেকে বেশি ভোটে জিতেও শেষ পর্যন্ত মন্ত্রিত্ব না মেলায় কিছুটা হলেও ‘ক্ষুব্ধ’ সৌমিত্র। এই পরিস্থিতিতে সৌমিত্রকে নিয়ে নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই জল্পনা শুরু হয়েছে যে, তিনি কি আবারও দলবদলের কথা ভাবছেন?  পুরনো দলের নেতাকে পায়ে হাত দিয়ে প্রণাম করে সেই জল্পনা  উস্কে দিলেন তিনি নিজেই।

Google news