Sonia Rahul Priyanka Voted: দিল্লিতে ভোট দিলেন সোনিয়া রাহুল প্রিয়াঙ্কা, বেকারত্ব নিয়ে মোদী সরকারকে কটাক্ষ

Gandhi Family Voted

২০২৪ সালের লোকসভা নির্বাচনের ষষ্ঠ পর্যায়ে দিল্লিতে নিজের নিজের ভোটকেন্দ্রে ভোট দিলেন সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধী (Sonia Rahul Priyanka Voted)। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরা দিল্লির একটি ভোটকেন্দ্রে তাঁর ভোট দিয়েছেন। ভোট দেওয়ার পর প্রিয়াঙ্কা বলেন, বেকারত্ব ও মুদ্রাস্ফীতি প্রধান ইস্যু এবং সবাই চায় এই ইস্যুগুলিতে নির্বাচন হোক।

নির্বাচনে রাহুল গান্ধীর তরফে আম আদমি পার্টিকে এবং অরবিন্দ কেজরিওয়ালের তরফে কংগ্রেসকে ভোট দেওয়ার যে আবেদন করেছিলেন সেই বিষয়ে জানতে চাইলে প্রিয়াঙ্কা বলেন, আমরা আমাদের অভিযোগগুলি একপাশে রেখে আমাদের সংবিধান ও গণতন্ত্রের পক্ষে ভোট দিচ্ছি। এতে আমি গর্বিত। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরা বলেন, মানুষের মধ্যে একটি ধারণা রয়েছে যে বিজেপি নেতারা বেকারত্ব এবং মুদ্রাস্ফীতির মতো আসল বিষয় নিয়ে আলোচনা করছেন না। ইন্ডিয়া জোট জনগণের প্রকৃত সমস্যা নিয়ে কথা বলছে।

কংগ্রেসের সংসদীয় দলের অধ্যক্ষ সোনিয়া গান্ধী ও সহ-সভাপতি রাহুল গান্ধী দিল্লিতে ভোট দিয়েছেন। ভোট দেওয়ার পর মা-ছেলে বুথের বাইরে সেলফি তোলেন। দিল্লিতে আপ এবং কংগ্রেস যৌথভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই করছে। বিজেপি গত দুটি নির্বাচনে রাজধানীর সাতটি লোকসভা আসন জিতেছিল। কংগ্রেস দিল্লিতে এবার তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে, অন্যদিকে আপ চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। উভয় দলই ইন্ডিয়া জোটের অংশ। নির্বাচনে ইন্ডিয়া জোটের সম্ভাবনা সম্পর্কে আত্মবিশ্বাসী কংগ্রেস।

কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ বলেন, ৫ দফার নির্বাচন শেষ। প্রথম দুটি পর্বের পর এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে দক্ষিণে বিজেপি পরিষ্কার এবং উত্তরে অর্ধেক”, তাই ৪ তারিখে ইন্ডিয়া জোট একটি স্পষ্ট এবং সিদ্ধান্তমূলক ম্যান্ডেট পাবে। ৪ জুন দেশ তাঁকে (প্রধানমন্ত্রী মোদি) বিদায় জানাবে। আমি আত্মবিশ্বাসী যে আমাদের জোট দিল্লির সাতটি আসনেই জিতবে। ষষ্ঠ দফায় ভোটগ্রহণ চলছে বিহারের ৮টি, হরিয়ানার ১০টি, জম্মু ও কাশ্মীরের একটি, ঝাড়খণ্ডের ৪টি, দিল্লির ৭টি, ওড়িশার ৬টি, উত্তরপ্রদেশের ১৪টি এবং পশ্চিমবঙ্গের ৮টি আসনে। মোট ৮৮৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Google news