Sourav Ganguly: কোহলি-রোহিতদের সমালোচনাকারীদের কড়া জবাব দিলেন সৌরভ গাঙ্গুলী

Sourav ViRo

বিশ্বকাপ হোক বা আইসিসির যে কোনও টুর্নামেন্টে ফেবারিট হিসেবেই শুরু করে টিম ইন্ডিয়া। বিগত বেশকিছু বছরে ভারতীয় দল আইসিসির অনেক টুর্নামেন্টেই শেষ চারে বা শেষ দুই’য়ে পৌঁছতে পেরেছে। কিন্তু, খেতাব জেতার ক্ষেত্রে ব্যর্থই থেকেছে ভারত। ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ধোনির ভারত। সেটাই ছিল ভারতের জেতা শেষ আইসিসি ট্রফি। আর বিশ্বকাপ জয় এসেছিল ২০১১ সালে ঘরের মাঠে। সেটা ছিল ৫০ ওভারের বিশ্ব প্রতিযোগিতা। ২০২৪ সালেও রোহিত শর্মার নেতৃত্বে ওয়ানডে বিশ্বকাপে ফাইনাল খেলেছে ভারতীয় দল। টুর্নামেন্টে কোনও ম্যাচ না হেরেই ফাইনালে উঠেছিল রোহিত বিরাটরা। কিন্তু ফাইনালে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অস্ট্রলিয়ার কাছে পরাজয় স্বীকার করতে হয় ভারতকে।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে আবারও আলোচনায় টিম ইন্ডিয়া। প্রাক্তন ক্রিকেটাররা মন্তব্য করছেন নিজেদের দল নিয়ে। সদ্যই শেষ হয়েছে আইপিএল। মেগা আসর শেষ করে এরই মধ্যে যুক্তরাষ্ট্র পা রেখেছে বিরাট কোহলিরা। বারবার আধিপত্য দেখিয়ে খেলেও কেনো খালি হাতে ফিরতে হয়? সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) অবশ্য দুষলেন ভাগ্যকে। এবার ওয়েস্ট ইন্ডিজে তার পরিবর্তন চান প্রিন্স অফ কলকাতা।

ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী বলেন, ‘বিশ্বকাপে দেখুন রোহিত-কোহলি কিভাবে খেলেছে। তারা ভারতের বিশ্বকাপ দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য। তাদের ছাড়া আপনি ভাবতে পারবেন না। বিশ্বকাপ একটা ভিন্ন জায়গা। দ্বিপাক্ষিক সিরিজ আলাদা বিষয়। ভারত ফাইনালে যাচ্ছে মানে তো আধিপত্য দেখিয়েই যাচ্ছে। আশা করি তাদের ভাগ্য ফিরবে। ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ ভালো সুযোগ তাদের জন্য।’

টি-টোয়েন্টিতে বিরাট কোহলির স্ট্রাইক রেট নিয়ে সামলোচনা হয়েছে। যদিও এবারের আইপিএলে সর্বোচ্চ রান স্কোরার হিসেবে অরেঞ্জ ক্যাপ জিতেছেন বিরাট। কথা হয়েছে রোহিত শর্মাকে নিয়েও। তিন ফরম্যাটে তার হাতে অধিনায়কত্ব থাকবে কিনা। গাঙ্গুলী অবশ্য বিশ্বকাপের মতো মঞ্চে কোহলি ও রোহিতের বিকল্প দেখেন না।

গাঙ্গুলী বলেন, ‘রোহিত যখন ভারতের হয়ে তিন ফরম্যাটে খেলবেন তখন তাকে সব ফরম্যাটেই অধিনায়ক করা উচিত। কারণ সে অধিনায়ক হওয়ার মতো ক্রিকেটার। আমি আশা করি, বিশ্বকাপেও সে অধিনায়ক থাকবেন।’

এদিকে, বিশ্বকাপের পরেই দলের বর্তমান কোচ রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হচ্ছে। নতুন কোচ হিসেবে গৌতম গম্ভীরকে পছন্দের তালিকায় রেখেছে জয় শাহ’র বোর্ড। তবে গাঙ্গুলী কথা বললেন ভিন্ন সুরে। লম্বা সূচি ও গুরুত্বের বিবেচনায় প্রধান কোচের পদে গম্ভীর সঠিক সিদ্ধান্ত হবে কিনা সেটা ভাবতে বললেন ভারতীয় ক্রিকেট কর্তাদের।

Google news