West Midnapore: মাওবাদী পোস্টার ঘিরে চাঞ্চল্য গড়বেতার গনগনিতে

 

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর:  মাওবাদী আতঙ্কের জেরে আগামী একমাসের জন্য জঙ্গলমহল জুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট। পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সীমান্তে রবিবার সকাল থেকেই শুরু হয়েছে কড়া পুলিশি প্রহরা। ইতিমধ্যেই শালবনির ভীমপুরে শুরু হয়েছে পুলিশি নাকা চেকিং । জঙ্গল এলাকাগুলিতে চলছে নজরদারি। এরইমধ্যে বৃহস্পতিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন অর্থাৎ গড়বেতার গনগনি পর্যটন কেন্দ্র স্থান থেকে মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকা জুড়ে।

পোস্টারে লেখা আছে মাওবাদী জিন্দাবাদ,ফরেস্ট লান্ড ভূমিহীন আদিবাসীদের অবিলম্বে তার ব্যবস্থা করতে হবে(C.P.I মাওবাদী)। বিশেষ সূত্রে জানা গিয়েছে, এইদিন চারটি পোস্টার পড়েছিল গণগণিতে, ইতিমধ্যেই গড়বেতা থানার পুলিশ ওই পোস্টার গুলি উদ্ধার করেছে, প্রসঙ্গত জঙ্গলমহল এলাকাজুড়ে মাওবাদী নাশকতার আতঙ্কে হাই এলার্ট জারি রয়েছে, এরই মাঝে মাওবাদী নামাঙ্কিত এই পোস্টটার উদ্ধারকে ঘিরে রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে। অন্যদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Google news