Friday, November 1, 2024
Homeজেলার খবরPradhanmantri Aawas Yojona:প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা তছরুপের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে,অভিযোগ অস্বীকার...

Pradhanmantri Aawas Yojona:প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা তছরুপের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে,অভিযোগ অস্বীকার তৃণমূলের

Published on

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর:  আবার প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানার অন্তর্গত গড়বেতা দু নম্বর ব্লকের ১০ নম্বর জোগাড় ডাঙ্গা এলাকায়।

প্রায় ৩১ টি বাড়ি তৈরীর টাকা ভয় দেখিয়ে নিজেদের কুক্ষিগত করার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। ২০১৬ ও ২০১৭ বর্ষে জোগাড় ডাঙ্গা অঞ্চলের চেকুয়াশোলে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে প্রায় ৩১ টি বাড়ি তৈরি বরাদ্দ টাকা উপভোগতাদের একাউন্টে আসে। অভিযোগ, পঞ্চায়েত সমিতির সদস্য ও তৃণমূল নেতা বিদ্যুৎ সন্নিগ্রহি ও অঞ্চল কমিটির সভাপতি তৃণমূলের গণেশ দত্ত উপভোগতাদের জোর করে বাড়ির টাকা নিয়ে নেয় এবং আবাস যোজনার বাড়ি তৈরি করে দেবে ঠিকাদারের মাধ্যমে।

কিন্তু ৬ বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত আবাস যোজনার বাড়ি তৈরি হয়নি, এই বিষয়ে উপভোগতারা বলেন যে, আমাদেরকে বিভিন্নভাবে চাপ দিয়ে এই টাকাগুলো কে হাতিয়ে নেয় ওই তৃণমূল নেতারা ৩ কিস্তির টাকা উঠে যায় কিন্তু বাড়ি এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। যদি কেউ টাকা না দিতে রাজি হয় তাহলে তাদের রেশন, ১০০ দিনের কাজ এমনকি বাড়িতে জল  সরবরাহ পর্যন্ত বন্ধ করে দেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ ঐ তৃণমূল নেতাদের বিরুদ্ধে।

এই বিষয়ে উপভোগতারা স্থানীয় ব্লক অফিসের বিডিওর কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। এই ঘটনা জানাজানি হতেই ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে দোষীদের শাস্তির দাবি জানিয়ে থানায় ও ব্লক অফিসের বিডিওর কাছে এই বিষয়ে অভিযোগ জমা দিয়েছে বলে জানা গিয়েছে। গড়বেতা দু’নম্বরের বিডিও কৃষ্ণ নির্মাল্য চক্রবর্তী বলেন, ‘বিষয়টি নিয়ে আমি তদন্ত করছি আমি নিজে এলাকায় গিয়ে উপভোগতাদের সাথে কথা বলবো, এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

এই বিষয়ে অভিযুক্ত বিদ্যুৎ সন্নিগ্রহি বলেন,  ‘এগুলো সবই মিথ্যা কথা, আমি এসব ঘটনার সঙ্গে যুক্ত নই,আমার নামে ভুল প্রচার করা হলে আমি আদালতের দ্বারস্থ হব।’ তবে পিংলার বিধায়ক এবং  পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূলের চেয়ারম্যান এই বিষয়ে জানান, শুনেছি এরকম একটা ঘটনা ঘটেছে তবে ঠিকাদার এই ঘটনা ঘটিয়েছে বলে তিনি মন্তব্য করেছেন।  তিনি এও বলেছেন এই বিষয়ে যদি তাদের দলের কোনো নেতা জড়িত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, এখন প্রশ্ন আবাস যোজনার বাড়ি মানুষ কবে পায় সেটাই এখন দেখার।

Latest articles

Kali Puja: জেল থেকে ছাড়া পাওয়ার পরেই এখানে এসেছিলেন সুনীল দত্ত! পুজো দিয়েছিলেন মায়ের কাছে

মুম্বইয়ের ধারাবাহিক বিস্ফোরণে নাম জড়িয়েছিল সঞ্জয় দত্তের। সেই সময় কোনও এক কাজের জন্য কলকাতায়...

Kolkata Police: কালীপুজোতে একের পর এক অগ্নিকাণ্ডের জের! ফানুস নিয়ে বড় সিদ্ধান্ত কলকাতা পুলিশের

কালী পুজো আলোর উৎসব। অমব্যাসার ঘন কালো রাতকে সরিয়ে মানুষ আলোর উৎসবে মেতে ওঠেন।...

Mamata Banerjee: কালী পুজো নিয়ে নতুন গান লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়! গাইলেন ইন্দ্রনীল সেন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে ৪৭ বছরে পড়ল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ...

PM Narendra Modi: কবে থেকে চালু হচ্ছে ‘এক দেশ এক নির্বাচন’! কী বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম বার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।...

More like this

Kali Puja: জেল থেকে ছাড়া পাওয়ার পরেই এখানে এসেছিলেন সুনীল দত্ত! পুজো দিয়েছিলেন মায়ের কাছে

মুম্বইয়ের ধারাবাহিক বিস্ফোরণে নাম জড়িয়েছিল সঞ্জয় দত্তের। সেই সময় কোনও এক কাজের জন্য কলকাতায়...

Kolkata Police: কালীপুজোতে একের পর এক অগ্নিকাণ্ডের জের! ফানুস নিয়ে বড় সিদ্ধান্ত কলকাতা পুলিশের

কালী পুজো আলোর উৎসব। অমব্যাসার ঘন কালো রাতকে সরিয়ে মানুষ আলোর উৎসবে মেতে ওঠেন।...

Mamata Banerjee: কালী পুজো নিয়ে নতুন গান লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়! গাইলেন ইন্দ্রনীল সেন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে ৪৭ বছরে পড়ল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ...