বড়সড় বিপদের হাত থেকে রক্ষা, ঝাড়খণ্ডে দুর্ঘটনার কবলে তৃণমূলের মিশন দিল্লির বাস

 

 

 

খবর এইসময় ডেস্ক: সাত সকালে বিপদের সম্মুখীন রাজধানীগামী তৃণমূলের যাত্রী বোঝাই বাস। রবিবার সকাল ৫টায় প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের কোডার্মা সূর্য্যকুন্ড অঞ্চলে ঘটে দুর্ঘটনা । বাসটিতে যাত্রী সংখ্যা ছিল ৩৩জন। আবহাওয়া অবনতির সাথে চলছিল রাস্তা মেরামতির কাজ। বেহাল রাস্তায় বিপরীত দিক থেকে একটি গাড়ি চলে আসায় চালক নিয়ন্ত্রন না রাখতে পেরে মাটির ঢিপিতে ধাক্কা মারে।

 

ক্ষতিগ্রস্ত হয় বাসের সামনের অংশ। প্রাণঘাতীর মতো ঘটনা না ঘটলেও বেশ কয়েক জন সমর্থক আহত হয়েছে দুর্ঘটনায়। সকলেই পুরুলিয়ার বাসিন্দা। দুর্ঘটনার খবর কানে আসতেই ফিরে আসার নির্দেশ দেয়া হয় দলের তরফ থেকে। পরবর্তী সময় আহতদের সকলকে পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। আপাতত দিল্লি যাচ্ছেন না তারা।

 

প্রসঙ্গত রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগে ২ ও ৩ অক্টোবর রাজধানীতে কর্মসূচি রয়েছে রাজ্য শাসক দলের। ১০০ দিনের কাজ সহ আবাস যোজনার টাকা না মেলার প্রতিবাদে শনিবার দুপুর থেকে দিল্লির পথে রওয়া দিয়েছে সমর্থক সহ জব কার্ড হোল্ডাররা। প্রথমে রেল পথে যাওয়ার কথা থাকলেও ট্রেন বাতিল হওয়ায় বিকল্প রাস্তা খুঁজে বের করে তৃণমূল কংগ্রেস।

 

 

ঠিক হয় সড়ক পথে আবাস ও ১০০দিনের কাজের টাকা থেকে বঞ্চিতদের নিয়ে যাওয়া হবে রাজধানীতে। একে একে বেশ কিছু বাস শনিবার দিল্লির উদ্দেশ্যে রওয়ানা দেয়। সড়ক পথে সেই বাসের খরচ ২লক্ষ ২৫হাজার টাকা। ধরনা কর্মসূচি শেষে ৬ অক্টোবর সেই বাসেই ফিরবেন সমর্থকেরা।

Google news