Weather Update: ঝেঁপে আসছে বৃষ্টি, সতর্ক করল হাওয়া অফিস

rainy day

উত্তরবঙ্গে ফের প্রবল বর্ষণের সতর্কতা। দক্ষিণবঙ্গে বুধবার থেকে শনিবার নিবিড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মূলত মেঘলা আকাশ। কোথাও আংশিক মেঘলা আকাশ। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা (Weather Update)। পাশাপাশি বজ্রপাতের আশঙ্কাও থাকবে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷

কয়েক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টি চলবে উপরের দিকের পাঁচ জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে। মালদহ ও দুই দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে আগামী রবিবার পর্যন্ত নিবিড় বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা সামান্য কমতে পারে। নির্ধারিত সময়ের ছ’দিন আগেই সারাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। দেশজুড়ে বর্ষা। সক্রিয় মৌসুমী অক্ষরেখা বিহার থেকে উত্তর-পূর্ব ভারত পর্যন্ত। এর প্রভাবেই প্রবল বৃষ্টি বিহার উত্তরবঙ্গ সিকিম ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে।

এদিকে কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কমে গিয়েছে। দিনভর মেঘলা আকাশ থাকবে বুধবার। মেঘাচ্ছন্ন আবহাওয়া। বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি।

আজ, বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা থেকে ১.৪ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩.২ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯২ থেকে ৯৮ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে ৪৩.৯ মিলিমিটার।

Google news