ভোটের (Lok Sabha Election 2024) মুখে আবারও বিরাট ভাঙন ধরাল বিজেপি। এক ধাক্কায় ২০০ পরিবার বিজেপি মুখো এই ভোটের বাজারে! হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জ এলাকায় তৃণমূল এবং সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিল প্রায় দুশো পরিবার। বৃহস্পতিবার বসিরহাটের পদ্মপ্রার্থী রেখা পাত্রের হাত থেকে বিজেপির পতাকা তুলে নেন ওই পরিবারগুলির সদস্যেরা। বিজেপি আসা পরিবারের দাবি তারা তৃণমূলের অত্যাচারে অতিষ্ঠ! শুধু তাই নয়, তারা মোদীজির উন্নয়নে শামিল হতে চান।
এই বিষয়ে অন্যতম চর্চিত নাম রেখা পাত্র। সেই রেখা সংবাদমাধ্যকে বলেছেন, ” আজকে তৃণমূল এবং সিপিএম থেকে বিজেপিতে যোগদান করেছেন অনেকে। ওঁদের উপর যা অত্যাচার হয়েছে, তাতে ওঁরা অপেক্ষায় ছিলেন, এই দল থেকে কখন মুক্তি পাবেন। ওঁরা বিজেপিতে যোগদান করে মুক্তি পেয়েছেন।” তবে এই গোটা যোগদানের বিষয়টি কটাক্ষ করেছে তৃণমূল।
অন্যদিকে এলাকার প্রথম সারির তৃণমূল নেতা বলে পরিচিত পলাশ হাউলিও বিজেপিতে যোগদান করেছেন। তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, ” আমরা তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, তাই তৃণমূলে থাকতে পারলাম না। আগামী দিনে বিজেপির সৈনিক হিসাবে কাজ করতে চাই।”