পল্লব হাজরা, বরাহনগর: ক্ষমতায় থাকা কেন্দ্রীয় সরকারের সপ্তমবার রান্না গ্যাসের মূল্যবৃদ্ধিতে পথে নেমেছে বিভিন্ন দলগুলি। রাজ্যে সহ দেশের নানান প্রান্তে কেন্দ্রীয় সরকারের এহেন সিদ্ধান্তে সরব হয়েছে বিরোধীরা। ৫০ টাকা রান্নার গ্যাস প্রতি বেড়ে যাওয়ায় জ্বালানির আঁচে রীতিমতো নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের।
জ্বালানির দাম প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার দক্ষিণ বরানগর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিল আয়োজন করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন বরাহনগর পুরসভার চেয়ারপার্সন অপর্ণা মৌলিক,পুরসভার ভাইস চেয়ারম্যান দিলীপনারায়ণ বসু, দক্ষিণ বরাহনগর তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ বর্ধন সহ অন্যান্য পুরপ্রতিনিধিরা।
চেয়ারপার্সন অপর্ণা মৌলিক বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বারংবার কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানাচ্ছেন সাধারণ মানুষের বাঁচার জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর মূল্য নিয়ন্ত্রণে রাখার। রান্নার গ্যাসের মূল্য ক্রমাগত লাফিয়ে লাফিয়ে বেড়ে এখন ১১০০টাকা। যেখানে এই রাজ্যের প্রকল্প খাদ্য সাথীর বিনামূল্যে চাল ফুটছে সেই গ্যাসে। এর থেকে কষ্টের কিছু নেই। বারবার দাবি জানান হলেও কর্নপাত করছে না কেন্দ্র। এমনকি রাজ্যের প্রাপ্য টাকা দিচ্ছে না দিল্লীর সরকার যার জেরে আজকের এই প্রতিবাদ।
দক্ষিণ বরাহনগর তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ বর্ধন জানান কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতির প্রতিবাদ আগেও জানানো হয়েছে আজও ঠিক তেমন ভাবে অস্বাভাবিক গ্যাসের মূল্যবৃদ্ধির জন্য সর্বস্তরে এই প্রতিবাদ চলছে। বাংলার সাধারণ মানুষের পাশে সর্বসময় রয়েছে তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে লাগাতার প্রতিবাদ চলবে।
এদিন বরাহনগর ১০৪ এ কে মুখার্জী রোড থেকে শুরু হয়ে ডানলপে শেষ হয় মিছিল। দলীয় পতাকা ব্যানার হাতে মিছিলে পা মেলান বহু কর্মী সমর্থক।