পল্লব হাজরা, পুরুলিয়া: সামনে পঞ্চায়েত ভোট। তারই রণকৌশল সাজিয়ে ময়দানে নামছে সরকার থেকে বিরোধী উভয়পক্ষ। গুটি সাজাতে পিছিয়ে নেই রাজ্য বিজেপি নেতৃত্ব। পঞ্চায়েত ভোটে গেরুয়া শিবিরের পালে হাওয়া লাগাতে পুরুলিয়ার লাধুর্কায় অঞ্চলে কর্মীসভায় সারলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী।
এদিন মঞ্চ থেকে নাম না করে মুখ্যমন্ত্রীকে নিশানা করেন মহাগুরু। কেন্দ্রের দেওয়া সমস্ত টাকার হিসেব দাবি করেন মিঠুন। সম্প্রতি ঝাড়গ্রামের একটি সভায় কেন্দ্র একশো দিনের টাকা, আবাস যোজনার টাকা রাজ্যকে দিচ্ছে না বলে দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তারই পাল্টা শোনালেন মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, “ঘরে ঘরে পোস্টারে বাংলার আবাস যোজনা করে দিয়েছে। যে টাকা পাঠাবে কাকে পাঠাবে? আমি বলছি, সেন্ট্রাল বলছে আগে হিসেব দিন। উনি বলছেন আমাদের পয়সা দিচ্ছে না, আমি কী করে দেব।”
কর্মীদের ভিড়ে এক কর্মী অভিযোগ করেন মুখ্যমন্ত্রীর পরামর্শে চপ বিক্রি শুরু করেছিলেন। কিন্তু লাভের লাভ হয়নি। মিঠুন বললেন, ‘আমি কারও সমালোচনা করি না। কাউকে কোনও খারাপ কথাও বলি না। তবে চপ যদি বিক্রি না হয় তবে ঢপ বিক্রি করুন।’
কিছুদিন আগে রাজ্যের কারা মন্ত্রী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ সম্পর্কিত বিতর্কিত মন্তব্যের স্মৃতি মঞ্চ থেকে উস্কে দিতে ভোলেননি তিনি। কর্মীদের সেই কথা সব সময়ের জন্য স্মরণের রাখার কথা বলেন মিঠুন।
এদিন মঞ্চ থেকে কর্মীদের প্রশ্ন করার সুযোগ দিলে মহাগুরুর কে সামনে পেয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বেশ কিছু ক্ষোভের কথা উগ্রে দেয় বিজেপি কর্মীরা। কর্মীদের পাশে থাকার অনুরোধ জানান জনপ্রিয় অভিনেতা। ক্ষমতায় এলে একে একে সমাধান করবে বলেও আশ্বাস দেন।
এদিন সভা শেষ করে মিঠুনের গাড়ি রওনা দিল জেলায় দলের সহ-সভাপতি ফাল্গুনী চট্টোপাধ্যায়ের বাড়ির দিকে। সেখানে আলু ভাজা ভাত মুগের ডাল পাবদা মাছ কাতলা কালিয়া পোলাও ফ্রাইড রাইস মিষ্টি দিয়ে ভোজপর্ব সারেন অভিনেতা। পঞ্চায়েত ভোটের আগে আরও বেশ কিছু কর্মীসভায় উপস্থিত থাকতে দেখা যাবে তাঁকে এমনটাই খবর যা নিশ্চিত ভাবে কর্মীদের বাড়তি অক্সিজেন যোগাবে এমনটাই মত রাজনৈতিক মহলে।