হোয়াইট হাউসের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Modi-Trump)। দুই নেতা বাণিজ্য সম্পর্ক থেকে শুরু করে অবৈধ অভিবাসী পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর খুব ভালো বন্ধু বলে বর্ণনা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই নেতা একটি সংবাদ সম্মেলনও করেন, যেখানে তাঁরা বিভিন্ন বিষয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তর দেন।
On Russia Ukraine war, PM Modi welcomes US President Donald Trump’s peace initiative & his conversation with Russian President Vladimir Putin; Points, ‘India is not neutral, India’s position is for peace’, recalling the phrase ‘not an era of war’ pic.twitter.com/ppyBgV0XNO
— Sidhant Sibal (@sidhant) February 13, 2025
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ভারতের অবস্থান
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে ভারতের ভূমিকা সম্পর্কে জানতে চাইলে মোদী (Modi-Trump) বলেন, “এই যুদ্ধের অবসান ঘটাতে আমরা ট্রাম্পের উদ্যোগকে সমর্থন করি। বিশ্ব মনে করে যে যুদ্ধের সময় ভারত ন্যায্য ছিল, কিন্তু আমি আপনাদের সবাইকে বলতে চাই যে ভারত ন্যায্য ছিল না, কিন্তু ভারত শান্তির পক্ষে ছিল।”
#WATCH | Washington, US | On being asked about India’s role in de-escalating the Russia-Ukraine war, PM Narendra Modi says, “I have always been in close contact with Russia and Ukraine. I have met the leaders of both countries. Many people are in a misconception that India is… pic.twitter.com/rTOJAeLz4q
— ANI (@ANI) February 13, 2025
তিনি বলেন, “আমি যখন প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করেছিলাম, তখনও বলেছিলাম যে, এটা যুদ্ধের যুগ নয়। আমি এটাও বলেছিলাম যে যুদ্ধক্ষেত্রে সমাধান খুঁজে পাওয়া যায় না, সেগুলি কেবল সংলাপের মাধ্যমেই পাওয়া যায়।”
ট্রাম্প-পুতিন ফোনালাপ
গত বুধবার বুধবার (১২ ফেব্রুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দীর্ঘ ফোনালাপ হয়। দুই নেতার ফোনালাপ প্রায় ৯০ মিনিট স্থায়ী হয়েছিল বলে জানিয়েছেন ক্রেমলিন। পুতিনের সঙ্গে কথা বলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গেও ফোনালাপ করেন ট্রাম্প।
ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মের পোস্টে ট্রাম্প বলেন, তিনি ও রাশিয়ার প্রেসিডেন্ট অবিলম্বে আলোচনার শুরুর জন্য কাজ করতে সম্মত হয়েছেন। একইসঙ্গে তারা একে অপরকে আমন্ত্রণ জানিয়েছেন। ট্রাম্প আরও লেখেন, ‘এখন এই হাস্যকর যুদ্ধ থামানোর সময় এসেছে। সেখানে বিপুল অপ্রয়োজনীয় মৃত্যু ও ধ্বংসযজ্ঞ হয়েছে। ঈশ্বর রাশিয়া ও ইউক্রেনের জনগণকে মঙ্গল করুন।’
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে আলাপের পর ট্রুথ সোশ্যালের পোস্টে ট্রাম্প লেখেন, ‘জেলেনস্কির সঙ্গে কথা বললাম। পুতিনের মতো তিনিও শান্তি চান।’