উত্তর প্রদেশের রায়বেরেলি কেন্দ্র থেকে রাহুল গান্ধীর প্রার্থী হওয়ার খবর সামনে আসতেই তোপ দাগলেন নরেন্দ্র মোদি। পশ্চিমবঙ্গের বর্ধমান-দুর্গাপুরে নির্বাচনী জনসভায় (Modi’s Rally) প্রধানমন্ত্রী বলেন, প্রথমে সোনিয়া গান্ধী ভয়ে রাজস্থানে পালিয়ে গেছেন, এখন রাহুল গান্ধী পরাজয়ের ভয়ে রায়বেরেলিতে পালিয়েছেন। তিনি আমেঠি থেকে লড়াই করতে ভয় পেয়েছেন এবং রায়বেরেলিতে রাস্তা খুঁজছেন। মোদি রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে বলেন, ‘ভয় পেয়ো না, পালিও না। তিনি বলেন, ‘রাহুল গান্ধী ওয়ানাড় থেকেও হারতে চলেছেন।
উল্লেখ্য, গান্ধী পরিবারের কেউ এবার আমেঠি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। সোনিয়া গান্ধী ২০০৪ সাল থেকে ধারাবাহিকভাবে রায়বেরেলি আসনে জয়ী হয়েছিলেন। রায়বেরেলিতে রাহুল গান্ধীর বিরুদ্ধে বিজেপির দীনেশ প্রতাপ সিংকে প্রার্থী করা হয়েছে। এছাড়া রাহুল গান্ধী কেরালার ওয়ানাড় থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেখানে দ্বিতীয় দফায় ভোট হয়েছে। ওয়ানাডে ২০১৯ সালের তুলনায় ভোটারদের উপস্থিতি কম ছিল। গত নির্বাচনে ৭২ শতাংশ ভোট পড়েছিল, ২০২৪ সালে ৬৩.৯ শতাংশ ভোট হয়েছে।
তিনি আরও বলেন, ‘আমি আপনাদের আগেই বলেছিলাম যে, ওয়ানাডে হেরে যাওয়ার ভয়ে যুবরাজ নিজের জন্য আরেকটি আসন খুঁজছেন। এখন তাঁদের আমেঠি থেকে পালাতে হবে এবং রায়বেরেলি আসনটি বেছে নিতে হবে। এই লোকেরা চারপাশে ঘুরে সবাইকে বলে-ভয় পেয়ো না! এটাই আমি তাদের বলি-ভয় পেয়ো না! পালিয়ো না!
তিনি আরও বলেন, সম্ভবত কোনও মানুষ তাঁর জীবনে কল্পনাও করতে পারবেন না যে ঈশ্বররূপী জনতা জনার্দন এত আশীর্বাদ বর্ষণ করবে এবং লাগাতার বর্ষণ করে চলবে এবং বছরের পর বছর সেই আশীর্বাদ বেড়েই চলেছে। আমি মজা করার জন্য জন্মগ্রহণ করিনি, আমি নিজের জন্য বাঁচতে চাই না। আমি আপনাদের সেবা করার সংকল্প নিয়ে মহান ভারতমাতার ১৪০ কোটি দেশবাসীর সেবা করতে এসেছি। প্রধানমন্ত্রী আরও বলেন, মোদি বিকশিত ভারত গড়ার জন্য, ভারতকে আত্মনির্ভর করে তোলার জন্য দিন-রাত এক করে চলেছে। আর এটা আমি নিজের জন্য করছি না- আমার ভারত, আমার পরিবার। আপনাদের স্বপ্ন পূরণের সংকল্প নিয়ে বেঁচে আছি।