MP injured in Parliament: ‘সংসদ কুস্তি খেলার জায়গা নয়, আমাদের সাংসদ রাহুল গান্ধীর গায়ে হাত তুললে কী হতো?’ বললেন কিরেন রিজিজু

সংসদ চত্বরে ধাক্কাধাক্কি (MP injured in Parliament) নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতি। বিজেপির অভিযোগ, কংগ্রেস নেতা রাহুল গান্ধী তাঁদের দুই সাংসদকে ধাক্কা দিয়েছেন। যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস। এদিকে, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আক্রমণ করে বলেছেন যে সংসদ কোনও কুস্তি এবং স্মার্টনেস দেখানোর মঞ্চ নয়।

রিজিজু বলেন, “রাহুল গান্ধী শারীরিক শক্তি (MP injured in Parliament) দেখিয়েছেন। রাহুল গান্ধী আমাদের দুই সাংসদকে ধাক্কা দেন। আমাদের সাংসদও যদি হাত তুলতেন, তাহলে কী হতো? এই সংঘর্ষে দুই বিজেপি সাংসদ মুকেশ রাজপুত ও প্রতাপ সারঙ্গী আহত হয়েছেন।”

কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেন, “সাংসদরা তাঁদের মতামতের জন্য সংসদ চত্বরে বিক্ষোভ করছেন। কংগ্রেস এবং ভারতের জনগণ প্রতিদিন প্রতিবাদ করে। আজ এনডিএ সাংসদরা প্রতিবাদ করেছেন কারণ কংগ্রেস স্বাধীনতা কাল থেকেই বাবাসাহেব ভীমরাও আম্বেদকরকে অপমান করে চলেছে এবং তারপর সংসদের ভিতরে ও বাইরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভিডিও কেটে মিথ্যা ছড়াচ্ছে।”

কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, “কোন আইন রাহুল গান্ধীকে অন্য সাংসদকে ধাক্কা (MP injured in Parliament) দিয়ে আঘাত করার ক্ষমতা দিয়েছে? সবাই যদি তাদের ক্ষমতা দেখায় এবং মারধর শুরু করে, তাহলে সংসদ কীভাবে কাজ করবে? তিনি লোকসভার বিরোধী দলনেতা। তারা পুশ-বক্সিংয়ের মাধ্যমে সাংসদের সঙ্গে মোকাবিলা করবে।”