সমীর সাহা, নদিয়াঃ পুরান মতে বানিজ্যের দেবতা গণেশ।তাঁর এক পরম ভক্তের ব্যবসায় বেশ ক্ষতি হচ্ছিল দিনের পর দিন।সেই ভক্তের ব্যবসায় ক্ষতি করছিল গণেশের বাহন মোশকরাজ ইঁদুর।ইঁদুরের তাণ্ডবে একেবারে নাজেহাল সেই ব্যবসায়ী। কিন্তু কিছুতেই বাগে আনতে পারছিলেন না ইঁদুর গুলোকে।মারতেও পারছেন তাঁর পরম পুজ্য ভগবানের বাহন বলে। চিন্তিত ওই ব্যবসায়ী ইঁদুরের উৎপাত থেকে বাচঁতে একদিন উপায় বেড় করলেন। ওদেরকে বশে আনতে প্রতিদিনই খেতে দিতে শুরু করলেন কাঁচা ছোলা। আর সেই ছোলা খেয়ে ইঁদুরের উৎপাত কমেছে৷ অন্যদিকে ক্ষতির হাত থেকে রেহাই পাচ্ছেন নদিয়ার নবদ্বীপ পোড়ামাতলার এক মুদিখানা ব্যবসায়ী সুশান্ত সাহা।
তিনি জানান, প্রতিদিন ছোলা খাইয়ে ইঁদুরদের যথারীতি বশে আনতে সক্ষম হয়েছেন। আর এরই ফলে আর্থিক ক্ষতির হাত থেকে বেঁচে যাচ্ছেন বছর ঊনআশির ওই ব্যবসায়ী। ছোলার পিছনে মাত্র আট টাকা খরচ করে বেঁচে যাচ্ছে কমবেশি অনেক টাকাই। কেন না ছোলা খেয়েই পেট ভরে যাচ্ছে। অন্য কিছুর আর ক্ষতি করছে না।
পঞ্চাশ বছর ধরে নবদ্বীপ পোড়ামাতলায় মুদিখানা দোকান করেন সুশান্তবাবু। আর ওই দোকান থেকেই তিনি তার পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করেন। তিনি জানান ইঁদুরের উৎপাতে বহু আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। রাতে দোকান বন্ধ করে বাড়ি যেতেন।সকালে দোকান খুলতেই নজরে আসত দোকানের জিনিস পত্র সব লন্ডভন্ড।
ঘরের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে মুড়ি, চানাচুর, বিস্কুট, চাল, আটা, ময়দা ইত্যাদি। এছাড়া অন্য সব জিনিসের প্যাকেট কেটে রেখে দিয়েছে ইঁদুরের দল। প্রথম দিকে ইঁদুর মারার কল বসিয়ে কিছু ইঁদুর ধরে ছেড়ে দিয়ে এসেছেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।
তিনি একদিন ঠিক করলেন কাঁচা ছোলা রেখে যাবেন। সেগুলো খেয়ে যদি ইঁদুর অন্য কিছুতে মুখ না দেয়। সেই মতো তিনি একটি পাত্রে কাঁচা ছোলা আর অন্য একটি পাত্রে জল রেখে যান। পরের দিন দোকানে এসে দেখেন ইঁদুরের দল সেই সব ছোলা আর জল খেয়ে চলে গিয়েছে। অন্য কোন কিছুতে মুখ দেয়নি এবং নষ্টও করেনি। মুড়ি, চিড়ে, চানাচুর, ময়দা, চাল ইত্যাদি সবই ঠিকঠাক আছে।
এরপর থেকেই প্রতিদিন সকালে ছোলা ভিজিয়ে রাখেন। আর রাতে বাড়ি যাওয়ার সময় একটা পাত্রে তা রেখে যান। এই মুহূর্তে প্রতিদিন ষাট গ্রাম ছোলা ভেজাচ্ছেন তার মূল্য পড়ছে মাত্র আট টাকা। সেই ছোলা খেয়ে পেট ভরে যাচ্ছে। অন্য কিছুর আর ক্ষতি হচ্ছে না। আগে সমস্ত কিছু কেটে নষ্ট করে দিত। সামান্য কাঁচা ছোলাই বড় ক্ষতির হাত থেকে বাঁচিয়েছে ওই ব্যবসায়ীকে।