লোকসভা নির্বাচনের প্রচারে লাগাতার ঘাম ঝড়াচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সোমবার সকালে তিনি ভগবান জগন্নাথ দেবের শহর পুরীতে একটি রোডশো করেন। পুরী থেকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী সম্বিত পাত্রকেও রোডশো চলাকালীন তাঁর সঙ্গে থাকতে দেখা গেছে। ২০১৯ সালের নির্বাচনে বিজেডি-র পিনাকি মিশ্রের কাছে পরাজিত হন সম্বিত পাত্র। এবার সম্বিত কংগ্রেসের জয়া নারায়ণ পট্টনায়েক এবং বিজেডির অরূপ পট্টনায়েকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Prayed to Mahaprabhu Jagannath in Puri. May His blessings always remain upon us and guide us to new heights of progress. pic.twitter.com/jom9EBq9Zg
— Narendra Modi (@narendramodi) May 20, 2024
রোড শো চলাকালীন হাজার হাজার মানুষ রাস্তার উভয় পাশে দাঁড়িয়ে মোদির পোস্টার ও দলীয় পতাকা উত্তোলন করে প্রধানমন্ত্রীর এক ঝলক পাওয়ার চেষ্টা করেন। রোড শো শেষে সরাসরি জগন্নাথের কাছে যান মোদি। তিনি জগন্নাথ মন্দিরে প্রার্থনা করেন। এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, ‘পুরীতে মহাপ্রভু জগন্নাথজির কাছে প্রার্থনা করেছি। তাঁর আশীর্বাদ সর্বদা আমাদের ওপর থাকুক এবং আমাদেরকে অগ্রগতির নতুন উচ্চতায় নিয়ে যাক।’
ପୁରୀରେ ରୋଡ୍ ସୋ'ର କିଛି ଝଲକ । pic.twitter.com/cfc7Hjos7T
— Narendra Modi (@narendramodi) May 20, 2024
প্রধানমন্ত্রী ওড়িশা ও পশ্চিমবঙ্গে একদিনের সফরে রয়েছেন। প্রধানমন্ত্রী ওড়িশার ঢেঙ্কানাল ও কটক এবং পশ্চিমবঙ্গের তামলুক ও ঝাড়গ্রামে দুটি করে জনসভায় ভাষণ দেবেন। এর আগে পঞ্চম দফার লোকসভা নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোটারদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গণতন্ত্রের উৎসবে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য তিনি নারী ও তরুণ ভোটারদের প্রতি বিশেষ আবেদন জানান।
Puri was very special today! Thank you. pic.twitter.com/a9ESL66d1K
— Narendra Modi (@narendramodi) May 20, 2024
এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদি লেখেন, ‘৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯টি আসনে ২০২৪-এর লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় আজ যে সব কেন্দ্রে ভোট হচ্ছে, সেখানে রেকর্ড সংখ্যায় ভোটদানের জন্য সকলের কাছে আর্জি জানাচ্ছি। বিশেষ করে মহিলা এবং তরুণ ভোটারদের কাছে তাঁদের ভোটাধিকার প্রয়োগের আবেদন জানাচ্ছি।’
৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯টি আসনে ২০২৪-এর লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় আজ যে সব কেন্দ্রে ভোট হচ্ছে, সেখানে রেকর্ড সংখ্যায় ভোটদানের জন্য সকলের কাছে আর্জি জানাচ্ছি। বিশেষ করে মহিলা এবং তরুণ ভোটারদের কাছে তাঁদের ভোটাধিকার প্রয়োগের আবেদন জানাচ্ছি।
— Narendra Modi (@narendramodi) May 20, 2024
২০২৪ সালের লোকসভা নির্বাচনের পঞ্চম দফা ৬টি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলে অনুষ্ঠিত হচ্ছে। এইসব রাজ্যের ৪৯টি লোকসভার আসনে ভোটগ্রহণ চলছে। এদিকে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। সোমবার সকাল ৭টায় ভোট গ্রহণ শুরু হয় এবং সন্ধ্যা ৬টায় শেষ হবে। আগামী ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত সাত দফায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোট গণনা হবে ৪ জুন। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার চেষ্টা করছে, অন্যদিকে বিরোধী দল ইন্ডিয়া জোট প্রধানমন্ত্রী মোদির জয়ের রথকে থামানোর জন্য যথাসাধ্য চেষ্টা করছে।