খবর এইসময় ডেস্ক: আট থেকে আশি প্রায় প্রত্যেক বয়সের মানুষই একবার না একবার বনের জন্তুগুলোর সাথে আলাপ করতে মনুষ্যসৃষ্ট পশুগৃহ অর্থাৎ বাঘ-সিংহ-হাতি-জিরাফ নানান বিচিত্র প্রাণীতে ভরা চিড়িয়াখানায় গিয়েছেন। দেশের নানান জায়গায় আছে এইরকমের নানান চিড়িয়াখানা।
সম্প্রতি দেশের সব চিড়িয়াখানা গুলিকে নিয়ে ভুবনেশ্বরে একটি চিড়িয়াখানা পরিচালকদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ওডিশার রাজধানীতে এই অনুষ্ঠানেই কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ একটি তালিকা প্রকাশ করেছে। কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত রিপোর্ট অনুযায়ী, সারা দেশে প্রায় ১৫০ টি চিড়িয়াখানা রয়েছে। আর এইদিনের অনুষ্ঠান এইসব চিড়িয়াখানার কর্তৃপক্ষদের নিয়েই অনুষ্ঠিত হয়েছে।
এই অনুষ্ঠানের মঞ্চ থেকেই পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক (Padmaja Naidu Himalayan Zoological Park) দেশের সেরা চিড়িয়াখানা নির্বাচিত হয়েছে।
হিমালয়ান ব্ল্যাক বিয়ার, স্নো লেপার্ড, গোরাল এবং হিমালয়ান থারের পাশাপাশি রেড পান্ডা পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক -এর অন্যতম বিশেষ আকর্ষণ।
চেন্নাইয়ের আরিগনার আন্না জুওলজিক্যাল পার্ক(Anna Zoological Park in Arigna, Chennai) দ্বিতীয় স্থান অর্জন করেছে, তৃতীয় স্থানে আছে কর্ণাটকের মহীশূরের শ্রী চামরাজেন্দ্র জুলজিক্যাল গার্ডেন(Sri Chamarajendra Zoological Garden, Mysore, Karnataka)।
কলকাতার আলিপুর জুলজিক্যাল গার্ডেন(Alipore Zoological Garden) চতুর্থ স্থান অধিকার করেছে।
যেমনটা জানা যাচ্ছে, কেন্দ্রীয় চিড়িয়াখানা(Central Zoo) কর্তৃক চিড়িয়াখানাগুলির ব্যবস্থাপনা এবং কার্যকারিতার ভিত্তিতে সমস্ত চিড়িয়াখানাগুলির মূল্যায়ন করা হয়েছে। এই মূল্যায়নে দার্জিলিং চিড়িয়াখানাকে সর্বোচ্চ ৮৩ শতাংশ দেওয়া হয়েছে