শুক্রবার হুগলী জেলার আরামবাগের জনসভায় প্রধানমন্ত্রী(PM Modi) বলেন যে দিদি তার নিজের রাজ্যে মহিলাদের সুরক্ষা নিয়ে চিন্তিত নন। অন্যদিকে, সন্দেশখালি ইস্যুতে মল্লিকার্জুন খার্গের বক্তব্যকে…….
Political Desk : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) শুক্রবার ঝাড়খণ্ডের ধানবাদে ৩৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের প্রকল্প উপহার দেওয়ার পরে হুগলী জেলার আরামবাগে এক জনসভায় পৌঁছান এবং সেখানে সন্দেশখালির বিষয়টি বারং বার তুলে ধরেন। প্রধানমন্ত্রী (PM Modi) রাজ্যের টিএমসি সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মহিলাদের বিরুদ্ধে অত্যাচার নিয়ে কড়া আক্রমণ করেন। পাশাপাশি তিনি সন্দেশখালির ঘটনা নিয়ে কংগ্রেস পার্টির জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের বক্তব্যকেও আক্রমণ করেন।
আরামবাগে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী (PM Modi) কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বক্তব্যের উল্লেখ করে বলেন, সন্দেশখালীতে নারীদের ওপর যে অত্যাচার হচ্ছে, সে বিষয়ে তিনি যা বলেছেন, সেখানে তা অব্যাহত রয়েছে। বাংলায় এটা ঘটছেই… এই বক্তব্য কি বাংলার অপমান নয় ? পশ্চিমবঙ্গ সরকারকে আক্রমণ করে বলেন, এই ধরনের ঘটনা এবং তাদের সম্পর্কে এমন বক্তব্য কি বাংলার সংস্কৃতির অপমান নয়? এটাই কি কংগ্রেস ও বিরোধী জোটের সত্যতা? এর পাশাপাশি প্রধানমন্ত্রী মোদী (PM Modi) বলেন যে তৃণমূল ও মমতা দিদির শাসনে বাংলা দুর্নীতি ও অপরাধের নতুন মডেল তৈরি করেছেন। তিনি বলেন, তৃণমূল নেতারা অপরাধীদের কাছ থেকে অনেক টাকা পান।