নিজস্ব প্রতিনিধি, নিউটাউনঃ “এনারা কোনো সংবিধান, এখানকার নিয়ম কানুন কিছুই মানেন না, এই পার্টি টাকেই ব্যান করা উচিত সম্পূর্ণভাবে,কোনো প্রাদেশিক বা সর্বভারতীয় নয় পুরো সিম্বলটা ক্যান্সেল করে দেওয়া উচিৎ” তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় তকমা চলে গিয়েছে সে ব্যাপারে বলে মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। মঙ্গলবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনেত”এসে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় তকমা চলে যাওয়া প্রসঙ্ঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করেন।
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের যে ধরনের দুর্নীতি হিংসা, মারামারি, সাম্প্রদায়িক হিংসা হচ্ছে তার ফলে সারা ভারত তৃণমূল কংগ্রেসের আসল রূপটা জেনে গেছে। কোথাও কেউ আর ভোট দিচ্ছে না তৃণমূল কংগ্রেসকে। প্রচুর টাকা খরচা করেছেন, গোয়া এবং ত্রিপুরায় মনিপুর ও আসামে আর কোথাও ভোট পায়নি। স্বাভাবিকভাবেই তাদের ভোটের পার্সেন্টেজ কমে গেছে।
সর্বভারতীয় তকমা চলে গেল তার থেকেও বড় কথা পশ্চিমবঙ্গে তারা এখন অস্তিত্বের জন্য লড়াই করছে। সর্বভারতীয় পার্টি হবার স্বপ্ন, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন, দিল্লি জেতার স্বপ্ন, আপাতত মুলতুবি রাখতে হবে।
এনসিপি ও সিপিআই এর তকমা গেল, উঠে এলো আপ। সেই নিয়ে দিলীপ বাবু বলেন, ‘রাজনীতিতে পরিবর্তন হতেই পারে। কোনো বিশেষ কারণে যদি কোন পার্টি তৈরি হয় তাহলে অবস্থা এরকমই হবে। যার কোন নীতি-ই আদর্শ নেই, উন্নয়ন নেই। ভারতবর্ষের রাজনীতি পাল্টাচ্ছে। আগের মত করে কেউ জাতপাত নিয়ে রাজনীতি করে টিকে থাকতে পারবে না।’